পাচঁ বাঙালি গরীব মানুষ হত্যার প্রতিবাদ হলনা
মনে পড়ে কি ২০১৮সনের ১লা নভেম্বরের কথা? তিনশুকিয়ার সন্নিকটে ব্রহ্ম পুত্রের উপর নির্মিত ধলা সদিয়া ব্রীজের ধারে সন্ধ্যা ছয়টা নাগাদ ULFA রা নির্দোষ এই পাঁচ অনুসূচিত জাতির মৎস্য ব্যাপারী কে নির্মম ভাবে হত্যা করেছিল । তাঁদের অপরাধ ছিল তাঁরা বাঙালি হিন্দু। এই হত্যার প্রতিবাদে দু'দিন পরই হোজাইর রাজ পথে হাজার হাজার বাঙালি মশাল মিছিল করে প্রতিবাদে সামিল হয়ে ULFA র দুষ্কৃতি কারির শাস্তি কামনা করে নেতাজী কর্ণারে নেতাজী মূর্তির সামনে হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে ছিল। আহ্বান জানিয়েছিল অসম নাগরিক মঞ্চ। এবার আমদের আহ্বান প্রতিটি কালী পূজার প্যান্ডেলে এই পাঁচ শহিদের ফটোর টাঙিয়ে সম্মুখে প্রদীপ জ্বেলে শহিদের আত্মার সদগতি কামনা করা হোক। এই পাঁচ আত্মাকে শহিদ স্বীকৃতি প্রদানের দাবী উত্থাপন করা হোক। হত্যাকারীর গ্রেপ্তার ও ফাঁসির দাবী উত্থাপন করা হোক।
ইতি
বিজয় চক্রবর্তি।
সাধারন সম্পাদক।
অসম নাগরিক মঞ্চ।
কোন মন্তব্য নেই