Header Ads

রবিবার অনশন আন্দোলনকারীদের সমর্থন করে বাড়িতে রান্না না করার ডাক , মোহন ভাগবতের নিন্দা

নয়া ঠাহর ,কোলকাতা: কোলকাতা আর জি কর হাসপাতালে ধর্ষন    করে  ডাক্তার হত্যার প্রতিবাদে রাজ্যের জুনিয়র ডাক্তাররা অনশন ধর্মঘট করছেন  আজ সাত দিন হয়ে গেল শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। উত্তর বঙ্গে  অনশন করা ছাত্রদের পুলিশ অনশন  প্রত্যাহার করার চাপ দিচ্ছে বলে আন্দোলনকারী ডাক্তাররা অভিযোগ করেছে। বেদারকারকারী হাসপতালে ফোর্টিস ,আপোলো ,রবীন্দ্র নাথ,  মেডিকো ,পিয়ার লেস, ইত্যাদি হাসপাতালের ডাক্তাররা ধর্মঘটে যাওয়ার করা ঘোষণা করেছে।   আরামবাগ মেডিক্যাল কলেজে ৩৮ জন ডাক্তার আন্দোলনে সামিল হওয়ার কথা ঘোষণা করেছে। বাঁকুড়া মেডিক্যাল কলেজ নার্স হোস্টেলে নিরাপত্তা নেই  অভিযোগ তুলে হোস্টেল ছেড়ে চলে যাবার হুমকি দিয়েছে।তৃনমূল সরকারের   এক তথাকথিত মুখপাত্র  আন্দোলনকারীদের  বিরুদ্ধে কুরুচিকর  মন্তব্য করে   যাচ্ছেন। মুখে কোনো লাগাম নেই।সংঘ প্রধান মোহন ভাগবত বলেন পশ্চিমবঙ্গে রাজনীতির সঙ্গে অপরাধ জগৎ মিলে গেছে। বলেন  আর জি কর হাসপাতালের লজ্জাজনক ডাক্তার হত্যার  ঘটনা প্রতিরোধ করতে পারল না সরকার।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.