Header Ads

শিশুকে ধর্ষণ খুনিকে ফাঁসির আদেশ

শিশুকে ধর্ষণ করে খুনে ফাঁসির সাজা পকসো কোর্টে 

সাত বছরের এক ধর্ষণ করে খুনের অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিকে ফাঁসির আদেশ দিলেন আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য। বৃহস্পতিবার এই সাজা শোনার তিনি। সাজাপ্রাপ্তের নাম অলোককুমার সাউ। বুধবার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ফাঁসির আদেশের পাশাপাশি মৃত শিশুর পরিবারকে এক মাসের মধ্য ১০ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছেন বিচারক। 
 আদালত সূত্রের খবর ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ২৬ মার্চ। তিলজলা থানা এলাকায় একটি পাঁচতলা বহুতলের দোতালার ফ্ল্যাটে মা- বাবার সঙ্গে থাকত ওই নাবালিকা। ওই বহুতলেরই পাঁচতলার বাসিন্দা আলোকের ফ্ল্যাট থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়। ঘটনার পরে গ্ৰেফতার করা হয় অলোককে। তার বিরুদ্ধে ধর্ষণ, খুন তথ্য প্রমাণ লোপাট এবং পকসো ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তকে হেফাজতে রেখেই চলেছিল বিচার প্রক্রিয়া। 
  এ দিন সাজা ঘোষণার আগে অলোককে তার বক্তব্য জানাতে বলেন বিচারক। অলোক দাবি করে সে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.