কুমির, ডলফিন,সাগরের পাখি,, পাঙ্গুইন , সাপ ,আরসোলা ,ইঁদুর ,বিড়াল , সবই চীনাদের প্রিয় খাবার সবই ধ্বংস
নয়া ঠাহর ,কোলকাতা ;এমন কোন জন্তু জানোয়ার নেই যা চীনাদের খাদ্য তালিকায় নেই।চীনারা সর্ব ভুক সবই খায়। চীনাদের মাংসের বাজারে সবই পাওয়া যায়। আরশোলা ,ইঁদুর ,কাঁকড়া বিছা ,কুকুর ,বিড়াল , ডলফিন একধরনের কুমির , সাপ ইত্যাদি সবই খায় চীনারা। বিশ্বের সাগরের বড় প্রাণী তিমি , অক্টোপাস ,বছরে লাখ লাখ হত্যা করা হচ্ছে।, বিশ্বর সবচেয়ে বড় জঞ্জাল প্লাস্টিক সাগরকে দূষিত করছে। তিমির পেটেও প্লাস্টিক টুকরো পাওয়া যাচ্ছে। সমুদ্রের অক্টোপাস যা বিপন্ন প্রাণী খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হচ্ছে। বড় প্রাণী তিমি মাছ তাদের মাংসের স্বাদ নিতে উপজাতি জনগোষ্ঠীর মানুষ নানা ভাবে তুমি ডলফিন হত্যা করে চলেছে। বিশ্বের প্রকৃতি প্রেমিক বা প্রতিরোধ করতে পারছে না। বিশ্বের ফুসফুস আমাজন অরণ্য পাঁচটি মহাদেশের সমান আজ ৫০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। অরণ্যের মাঝে চোরাই পাচার মাদকের সোনালী ক্ষেত্র নিকটবর্তী দেশ ব্রাজিল নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বিশাল জঙ্গল ধ্বংস জন্যে বিশ্বে জলবায়ু পরিবর্তনে প্রভাব পড়েছে।
কোন মন্তব্য নেই