প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার সর্বচ্চো অসামরিক পুরস্কার পেলেন
অমল গুপ্ত ,কোলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে রাশিয়া সর্বোচ্চ অসামরিক পুরস্কার "অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু আপ বেল " পুরস্কার প্রদান করা হল। ৯জুলাই মস্কো তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পুরস্কার তুলে দেন। চার দশক বাদ অস্ট্রিয়া গেলেন। ভিয়েনাতে তাঁকে জাতীয় সঙ্গীত পরিবেশন করে শোনানো হয়। স্থানীয় শিল্পী এই যন্ত্র সঙ্গীত পরিবেশন করেন। আপ্লুত প্রধানমন্ত্রী মোদী বলেন শীতকালে রাশিয়ার তাপমাত্রা মাইনাস নেমে গেলেও ভারত রাশিয়ার পারস্পরিক বন্ধুত্ব সুসম্পর্ক অটুট আছে।আজ ভারতীয়রা রাশিয়ার সুখ দুঃখের সাথী।ইউক্রেন ইস্যুতে লড়াই বন্ধের আহবান জানান মোদী। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন মোদী সেই স্বীকৃতি দেওয়া হল মোদিকে।
কোন মন্তব্য নেই