Header Ads

ফ্রান্সে বাম পন্থীরা সংখ্যা গরিষ্ঠ

ফ্রান্সে পাশা উল্টে সংখ্যাগরিষ্ঠ বামই

সমস্ত হিসাব উল্টে ফরাসি পার্লামেন্টর আইনসভার দ্বিতীয় তফায় ভোটে সব থেকে বড় শক্তি হিসেবে উঠে এল বামপন্থী জোট। এক সপ্তাহ আগে প্রথম দফায় ভোটে যে অতি-দক্ষিণপন্থীরা সব থেকে এগিয়েছিল তারা নেমে গিয়েছে তিন নম্বরে। বর্তমান প্রেসিডেন্ট মধ্যপন্থী ইমানুয়েল  মাকরঁরা রয়েছে মাঝে। কেউই একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে ভোটের ভবিষ্যত এবং প্রধানমন্ত্রী কে হবেন তাই নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলার উপায় এখনও নেই। 
    ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে  আসন
 ৫৭৭টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ‌পেতে অত্যন্ত 229 টিতে জেতা দরকার।  বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জিতেছে 182 টি আসনে। মাকরঁরা ১৬৩ টি। মারিন ল্য পেলেন ন্যাশনাল রেলি ১৪৩ টা আসনে জিতেছে। এবার ভোটদানের হার ছিল বেশি বেশি। ৬৭ শতাংশ। প্রথম দফায় অনেকটাই এগয়েছিল মারিনরা। কিন্তু তার পরে তাঁদের রুখতে বামপন্থী ও বামপন্থী জোট কৌশলী সিদ্ধান্ত নেয়। যেখানে যারা তৃতীয় স্থানে ছিল তারা অনেক ক্ষেত্রেই সরে দাঁড়ানোর শেষ পর্যন্ত ভোট হয়েছে অনেকটাই দ্বিমুখী। দ্য রিপাবলিকান মারিদের সমর্থন করলেও তাদের কয়েক জন আলাদা ভাবে ভোরতে লড়েছিলেন। ওই  প্রার্থীরা জিতেছেন ৪৫টি আসনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.