অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় এর দুয়ারে গিয়ে আক্রমণ করেন
নয়া ঠাহর ,কোলকাতা: অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বঙ্গের মহিলাদের দূরবস্থা তুলে ধরে তীব্র সমালোচনা করেন।বলেন অসমে মহিলাদের কোনো ভাবেই অসম্মান করা হয় না। ধর্ষনের মত অপরাধ করলে কঠোর সাজা দেওয়া হয়। আর বঙ্গে অপরাধী সাহাজাহান দের ছেড়ে দেওয়া হয়। অসমে নারীদের শিক্ষা অবৈতনিক, উচ্চ মাধ্যমিক পাশ করলে স্কুটি দেওয়া হয়। কলেজ ভর্তি হলে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। মমতার
লক্ষী ভান্ডারের টাকার থেকেও অসমের মহিলাদের বেশী টাকা দেওয়া হয়। এর আগে মুখ্য মন্ত্রী হুশিয়ার করে বলেন্ সন্দেশ খালির অপরাধীদের তার হাতে তুলে দেওয়া হোক দেখিয়ে দেব।








কোন মন্তব্য নেই