Header Ads

ধূ ধূ বালিয়াড়ির মরু প্রদেশ দুবাই বন্যায় ভাসছে ওদিকে ব্যাঙ্গালুরু তে এক ফোঁটা জলের জন্যে হাহাকার

নয়া ঠাহর , অমল  গুপ্ত :কোলকাতা: বিশ্বের বড়  মরু  নগরী  দুবাই  অত্যাধুনিক  ভাবে গড়ে তোলা হয়। কৃত্রিম ভাবে  বৃষ্টি নামানো কাল হল। চারটি বিমান থেকে রাসয়নিক ছড়িয়ে  ঘন মেঘ সৃষ্টি করে বৃষ্টি নামাতে গিয়ে প্লাবন সৃষ্টি হল যা নিয়ন্ত্রণ বাইরে চলে যায়। বিশ্বে র বৃহত্তর আর্ন্তজাতিক দুবাই বিমান বন্দর নদী তে পরিণত হয়। কোটি কোটি টাকার গাড়ি ভাসতে ভাসতে চলে যেতে দেখা যায়। বড় বড় মল গুলি নিচের তলা ডুবে যায়। সারা বিশ্ব দেখছে কৃত্রিম মেঘ বৃষ্টির খেলা কী ভয়ানক হতে পারে। দুবাই এ গত ফেব্রুয়ারি মাসে এক হিন্দু মন্দির উন্মোচন করার  দিন থেকেই দুবাই এ লাগাতার বৃষ্টি শুরু হয়। পরে বন্যা ধংস  প্লাবন  সব শেষ করে দেয়। দুবাই সাংঘাতিক জল কষ্ট মেটাতে  উত্তর মেরু থেকে  বড় বড় বরফের টুকরো আমদানি করে  জল সংকট মেটাবার চেষ্টা হয়। মুম্বাই থেকে প্রায় দুহাজার কিলোমিটার টানেল নির্মাণ এর কাজ চলছে। সব কিছুই  পরিবেশ প্রকৃতি বিরোধী  কর্ম কান্ড। পরিবেশে প্রকৃতি র বিরুদ্ধে গেলেই ধংস অনিবার্য। স্বাভাবিক জল বৃষ্টি আর  কৃত্রিম ভাবে  রাসায়নিক   ছড়িয়ে  মেঘ সৃষ্টি  করা প্রকৃতি মেনে নেবে না। সেকথা দুবাই   সরকারে র মনে রাখা উচিত। এদিকে ভারতে ব্যপক ভাবে জল অপচয় চলছে । জল সংরক্ষণ নেই। দক্ষিণের  নগরী গুলি  ভু গর্ভের জল শুকিয়ে   পশ্চিম বঙ্গের পুরুলিয়া সহ কয়েকটি অঞ্চল এর একি অবস্থা। প্রায় ৪৩-৪ ৫ডিগ্রি গরমে জ্বলছে। আকাশ বাতাস কার্বন বিষ অক্সিজেন নেই পাহাড় জঙ্গল গাছ পালা সব  ধংস করা হচ্ছে। তার পরিণতি  দেশে জল কষ্ট। ব্যাঙ্গালুরু নগর অত্যাধুনিক ভাবে গড়ে তোলা হয়েছে। আজ সেই সহর এক ফোঁটা জলের অভাবে ধুঁকছে। অত্যাধুনিক সম্পদশালী প্রযুক্তি নির্ভর দুবাই এর ওপর প্রকৃতি র প্রতিশোধ অপর দিকে ভারতে পরিবেশে প্রকৃতি বিরোধী মানুষের আকাশ সমান লোভ এর  বলি  ।পাহাড় জঙ্গল নদ নদী।




















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.