Header Ads

পলাশী , ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নব কৃষ্ণ দেব দের ভূমিকা

*পলাশীর যুদ্ধ শেষ হয়ে গেল।*
 সিরাজ হেরে গেলেন, জিতল ইষ্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলার ধনসম্পদ নিজেদের মধ‍্যে ভাগ করে নিল লুটেরারা। এদের অন‍্যতম *নবকৃষ্ণ দেব।* 
The Corporation That Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ শীর্ষক বইয়ে লেখক নিক রবিনস লিখেছেন সিরাজের রাজত্বের পতনের পর বাংলার  তোষাখানা লুট করতে ব্রিটিশদের সাহায্য করেন নবকৃষ্ণ। রাতারাতি  *৮০০ কোটি টাকা মূল্যের সোনা, রুপো, এবং গয়নাগাঁটি” ভাগ করে নেন তাঁরা নিজেদের মধ‍্যে।* 
ইংরেজদের পক্ষ নেওয়ার জন্য পেলেন *নবকৃষ্ণ পেলেন ‘রাজা বাহাদুর’ খেতাব; অতঃপর ১৭৬৬ সালে ‘মহারাজা বাহাদুর’।* সবথেকে বড় কথা, গোটা সুতানুটি অঞ্চলের তালুকদার হয়ে গেলেন তিনি। সামান্য মুনশী থেকে বিশাল সাম্রাজ্য ও ধন-দৌলতের মালিক— এমনই *চমকপ্রদ উত্থান রাজা নবকৃষ্ণ দেবের।*

১৯৯৭-এর ৫ই অক্টোবর কলকাতার
আনন্দবাজার’ পত্রিকার রবিবাসরীয়তে *‘ক্লাইভের দুর্গোৎসব’ প্রবন্ধে প্রাবন্ধিক নির্মল কর উল্লেখ করেছেন :*
"নবকৃষ্ণ দেব ছিল ইংরেজদের চাকর। কোন সময় ছিল ওয়ারেন হেস্টিংসের প্রাইভেট টিউটর। উন্নতি করে হয়েছিল তালুকদার, চার হাজারি মনসবদার। পলাশীতে সিরাজের পতনে যারা সবচেয়ে বেশি উল্লসিত হয়েছিল তাদের মধ্যে ছিল নদীয়ার *কৃষ্ণচন্দ্র আর কলকাতার নবকৃষ্ণ দেব।"*
অঢেল  টাকা এসেছে , এবার চাই খানিকটা  সম্মানও। 

 ক্লাইভ নবকৃষ্ণকে বোঝালেন কলকাতায় একটি বিজয় উৎসব করার জন্য। ‘হিন্দু ভাবাবেগ’ রক্ষা পেয়েছে বলে কথা! নবকৃষ্ণ তখনই বাংলার *বাসন্তীপূজোকে এগিয়ে এনে লাগিয়ে দিলেন "দুর্গাপূজা"।* এর আগে শরৎকালে নবপত্রিকার পূজো প্রচলিত ছিল। 

দেখতে দেখতে গড়ে উঠল একচালা প্রতিমা। প্রতিমার গা ভর্তি সোনার গয়না ঝলমল করে উঠলো। দুর্গার কেশদামে গুঁজে দেয়া হলো ২৬টি স্বর্ণনির্মিত স্বর্ণচাঁপা। নাকে ৩০টি নথ। মাথায় সোনার মুকুট। তারপর তোপধ্বনির পর সন্ধিপূজোর শুরু। দৈনিক নৈবেদ্য দেওয়া হল ২৩ মণ চালের।সাহেব মেমরা ত বটেই,  ওয়ারেন হেস্টিংস পর্যন্ত  হাতীতে চড়ে এসেছিলেন সেই পূজায়। *ক্লাইভ দক্ষিণা দিয়েছিলেন ১০১ টাকা।* সাহেবসুবোরা মৌজ করে দেখলেন বাঈজী নাচ, এছাড়াও  পানভোজন ও মনোরঞ্জনের নানা উপচার তো ছিলই। 

এই পুজোর বিপুল সাফল্য অনুপ্রেরণা জোগায় অন্যান্য ধনী ব্যবসায়ীদের, যাঁরা স্ব স্ব গৃহে ধুমধাম সহকারে চালু করে দেন দুর্গাপূজা। এই হল সংক্ষেপে দুর্গা পূজোর ইতিহাস।

*_( 'ফাতেমা তুজ জোহরা'ৰ ফেচবুকৰ পৰা)_*

বি:দ্ৰ:- এই সম্পৰ্কে বিজ্ঞ সকলে কিবা জানে নেকি ? বিজ্ঞসকলৰ পৰা মতামত বিচৰা হ'ল।

🙏🙏

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.