মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের ধর্মীয় অনুষ্ঠান এ আবেদন করেন "একটা ভোট ও যেন অন্য কোথাও না যায় "
নয়া ঠাহর, বহরমপুর : বিরোধীদের সমালোচনা উপেক্ষা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় কলকাতায় ঈদের ধর্মীয় অনুষ্ঠানে বলেন "আপনাদের আশীর্বাদ ,দোয়ায় আমরা আছি । একটা ভোটও যেন অন্য কোথাও না যায়।" কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সরব হলেন। রেড রোডে ঈদের নমাজের মঞ্চে তৃণমূল নেত্রী বলেছেন এখানে বিজেপির সঙ্গে লড়াইটা আমাদের" ইন্ডিয়া"জোট Delhi তে আছে। সেখানে আমরা আছি। সেটা আমরা দেখে নেব। "সবাইকে একজোট থাকতে হবে।"বলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা একাধিক দুর্নীতির তদন্ত করছে একটা জেল বানিয়ে দেশের সবাইকে জেলে পাঠিয়ে দিন বলে প্রধানমন্ত্রী র নাম উল্লেখ না করে এই মন্তব্য করেন। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ধর্মীয় সভাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কড়া সমালোচনা করে বলেন বিধান রায় থেকে শুরু বুদ্ধ দেব। bhattacharjee পর্যন্ত ধর্মীয় আসরে গিয়ে রাজনৈতিক প্রচার করেন নি। মুখ্য মন্ত্রী র পদ কে অপব্যবহার করেন নি।








কোন মন্তব্য নেই