Header Ads

নওগাঁ বিজেপি দলের ১,২,৪,21 ওয়ার্ড নির্বাচনের সভা

আজ বিজেপির ১,২,৪,২১, এই চারটি ওয়ার্ডের নির্বাচনী সভা।
এই সভাতে জনগনের উপস্থিতির সংখ্যা একেবারেই কম।
সুনীল রায় নগাঁও ১৭ এপ্রিল :- আজ নগাঁও শহরের হয়বরগাঁও অঞ্চলে থাকা ২,৪,১,২১ এই চারটি ওয়ার্ডে বিজেপির নির্বাচনী সভা অনুষ্ঠিত করে ছিল।এই নির্বাচনী সভাটি সভাপতিত্ব করে ছিলেন ২ নং ওয়ার্ডের পৌর কমিশনার বুলবুলি সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা শর্মা ভাষন প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ড:হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন যে আমার বিধানসভা কেন্দ্রে ২৬ টি ওযার্ডে প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে।এক সময়ে ২,২১ এই দুটি ওযার্ডে বিজ্ঞান সন্মত পাকী নালা ছিলনা। আমার ৮ বছরের কার্য্যকালে পাকা নালা বানানোর পর আজ এই কৃত্রিম বন্যার সমস্যা নাই। তিনি ভোটার জনগনকে উদ্দেশ্য করে বলেন এই ভোটটি এই সংসদীয় কেন্দ্রের বিজেপির প্রার্থী সুরেশ বরা কে দেওয়া না এই ভোটটি নরেন্দ্র মোদী কে দেওয়া হবে। নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার জন্য আহ্বান জানান।
এই সংসদীয় কেন্দ্রের বর্তমানের সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের নাম উল্লেখ না করে তিনি সাংসদ জনের কথা উল্লেখ করে বলেন পাঁচটি বছর কিছু করেন নাই ।সাংসদ পুঁজির অর্থ শহরের একটি কাজ দেখাতে পারবেনা। তিনি এই জায়গার বাসিন্ধার না।তাকে জয়ী করিয়ে দেওয়ার সাথে সাথে তিনি আপার আসামে চলেযাবেন তাকে পাওয়া কঠিন হবে।বিধায়ক রূপক শর্মা আরও বলেন যে করোনার সময়ে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ নগাঁওতে ছিলেননা ।এই বার বিজেপি দলে স্থানীয় প্রার্থী দিয়েছে বরার বাড়ী নগাঁওতে।তাই তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান।
এই সভাতে এই সাংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেশ বরা ভাষন দেওয়ার সময়ে একাংশ লোকে সুরেশ বরার ভাষন শুনতে অগ্ৰহ দেখা গেলনা। এই চারটি ওযার্ডের মধ্যে ২নং ওযার্ড কমিশনার তথা বিজেপির জ্যেষ্টনেতা অনুপ সাহারহয়বরগাঁও অঞ্চলে বিপুল জনপ্রিয়তা আছে তার কথায় বিজেপির সভা সমিতিতে বহু লোক হয় এই সভাতে জনগনের উপস্থিতির সংখ্যা কম দেখতে পাওয়াতে এই সম্পর্কে সাহা বাবুকে প্রশ্ন করাতে প্রচুর রোদ থাকার জন্য জনগণের উপস্থিতির সংখ্যা কম এই কথা বলে নিজের দায়িত্ব শেষ করে ফেলেন।এই চারটি ওযার্ডের মধ্যে সিংহ ভাগ বাঙালি জনগন বসবাস করে ।বাঙালী অর্ধসিত অঞ্চলে বিজেপির নির্বাচনী সভাতে এত কম মানুষের সংখ্যা হ ওয়াটি প্রার্থীজনের উপর ভোটার জনগনের আস্তা নাই।
উল্লেখ্য যে এই প্রার্থীজন এক সময়ে আলফাতে ছিলেন। আত্মসমর্পণ করেছেন যদিও ভোটার জনগন তাকে বিশ্বাসে নিতে পারছেননা।এই কেন্দ্রের বিধায়ক রূপক শর্মার জনপ্রিয়তা এখোন অটুট আছে কি ভাবে বিধায়ক রূপক শর্মা কি ভাবে ভোটার দের বুজাতে সক্ষম হয় সেইটি সময়ে বলা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.