Header Ads

দারিদ্র নিয়ে কেন্দ্রের দাবিকে কটাক্ষ কংগ্রেসের

দারিদ্র নিয়ে কেন্দ্রের দাবিকে কটাক্ষ কংগ্রেসের

 সম্প্রতি এক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রে দাবি করেছে 2011-12 কর্থবর্ষের নিরিখে 2022-23 অর্ধবর্ষে দেশের পরিবারগুলির মাসিক খরচ দ্বিগুণ হয়েছে।
        নীতি আয়োগের সিইও বি ভি আর ব্যাখ্যা দেশে দারিদ্র্যের হার যে কমে পাঁচ শতাংশে নেমেছে তার এই রিপোর্টে স্পষ্ট। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে দাবি করেছেন দেশের দারিদ্র্যের হার এখন সর্বনিম্ন।
    আজ সেই সমীক্ষা উদ্দেশ্যে আমন্ত্রণ শানাল কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গের কটাক্ষ এই রিপোর্ট নির্বাচন অনুপ্রাণিত। বিজেপি নেতৃত্বধীন সরকার দেশের আর্থিক পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করেছে। আজ এক্স-এর হিন্দিতে একটি স্পষ্ট করে খড়্গে মনে করিয়ে দিয়েছেন 2011-12 কর্থবর্ষে শেষ রিপোর্ট প্রকাশের পরে 2017-18 অর্থবর্ষের রিপোর্ট প্রকাশ করেনি কেন্দ্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.