Header Ads

প্রধানমন্ত্রী র বঙ্গ 7000 কোটি টাকার প্রকল্প ঘোষণা

 অমল গুপ্ত ,কলকাতা  : প্রধানমন্ত্রী  নির্বাচন তারিখ ঘোষণার  আগেই  বঙ্গ  সফর  শুরু  হল।Aram  bage  আজ কাল নদিয়ার krisnagare  ও বারাসত  সভা  করবেন    এদিকে  তৃণমূল  bigrad  লাখো  মানুষের  সভা  দেখেছেন. ।প্রধানমন্ত্রী  ভার্চুয়াল মুর্শিদাবাদে nasipur  নতুন  রেল পথ  উন্মোচন  করবেন.।    প্রধানমন্ত্রী  ঝড় খণ্ড  এর  dhanbad  সভা সেখান  থেকে থেকেই  বঙ্গে এসে  Aram bage  সভা  বিজয় Sankalp সভা। করবেন।  সব সভা  তে তিনি  "মোদী কী গ্যারান্টি "ঘোষণা   করছেন। মোদী  300 megawatt  করে বিনা পয়সার  বিদ্যুৎ   , দেশের  80 কোটি মানুষের  জন্যে বিনা  পয়সার  রেশন   ,কৃষক দের  বছরে 6 000 অনুদান   ইত্যাদি  ঘোষণা  করছেন।   প্রধানমন্ত্রী   বিকশিত  ভারত  বিকশিত  পশ্চিমবঙ্গ র  প্রতিশ্রুতি  দেন। আজই  বঙ্গে 100 কোম্পানি  আধা সেনা বাহিনী  এসেছে।  রাজ্যের বিভিন্ন school গুলিতে  কেন্দ্রীয়  বাহিনী  থাকার  জন্যে   নির্বাচন  ঘোষণা  না করা পর্যন্ত  school  বন্ধ  থাকবে  ছাত্রদের  ক্ষতি হবে বলে  অভিভাবক রা অভিযোগ  করেছেন 
আজ কেন্দ্রীয়  সরকার  রাজ্যের   কর এর ভাগ হিসাবে  10 হাজার  কোটির   বেশি  ঘোষণা  করছে  ex handle  ।প্রধানমন্ত্রী  বিশাল  জনসমক্ষে  বলেন  দেশের  25 কোটি মানুষ  দারিদ্র সীমার   উপরে উঠেছে।  1947 পর্যন্ত  কেন্দ্রীয়  সরকার  উন্নয়ন প্রকল্প  নির্ণয়  করেছে. । প্রধানমন্ত্রী  রাজ্যে 7000 কোটি  টাকার প্রকল্পের  সূচনা  করেন. ।বলেন হুগলি নদীর  জল  দূষণ  রোধে   ব্যবস্থা নিচ্ছি..। রাজ্যে  150 বেশি  নতুন ট্রেন এসেছে।.সরকারি  অনুষ্ঠানটি  পর  প্রধানমন্ত্রী    খোলা ময়দানে  তৃণমূল  কংগ্রেস কে  তীব্র  আক্রমণ   করেন।    Tarakeswar  মন্দিরের  প্রতি শ্রদ্ধা জানিয়ে  রাজা   Rammohan  Roy   জন্ম স্থান  খানা ফুলের প্রতি  সম্মান   জানিয়ে  বলেন  মা মাটি  মানুষের  সরকার  সন্দেশ খালি মহিলা  দের  প্রতি  খারাপ  ব্যবহার  করেছে।   সারা দেশ  দেখেছে।-এই  তৃণমূল  কে ক্ষমা  করবে? তারা ভোটে  জবাব দেবে।  বলেন  সরকার শাহজাহান  কে   50 দিন লুকিয়ে  রেখে  ছিলেন    বাধ্য  হয়ে ছেড়ে দেয়। - তৃণমূল  অপরাধ   দুর্নীতির   নতুন model   গড়ে  তুলেছে।
 বলেন ঘরে  ঘর  ভোটের  পাহাড়  দেখেছেন  তো?  এত টাকা সিনেমা  তে  দেখা যায় নি। 42000 কোটি  টাকা দিয়েছিল  নতুন আবাস  প্রকল্প  টাকা দিয়েছিল। তৃণমূল  গরিব বিরোধী সরকার।এবার  মুসলিম  মহিলা রা  বিজেপি  কে ভোট দেবে। এবার বঙ্গে পদ্ম ফুট be.।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.