Header Ads

5 মার্চ আনন্দ marg er স্মৃতি দিবস.

আজ ৫ই মার্চ দধিচী দিবস।  

  আনন্দমার্গের প্রতিষ্ঠা করতে গিয়ে সারাবিশ্বে যত জন মার্গী ভাই বোনের পাশাপাশি সন্ন্যাসী ও সন্ন্যাসীনির আত্মত্যাগে মিশন এগিয়ে চলেছে তাদের উদ্দেশ্যে আমাদের পরমপ্রিয় গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তীজি এইদিনটিকে "দধিচী দিবস" হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সারাবিশ্বের আনন্দমার্গীরা দিনটিকে জীবনের ব্রত হিসেবে পালন করে থাকেন।
   ইতিহাস বলে বিগত ১৯৬৭ সালের ৫ই মার্চ পশ্চিম বাঙলার পুরুলিয়া জেলার প্রত্যান্ত অঞ্চল আনন্দনগরে আনন্দমার্গের প্রাণপুরুষ শ্রীশ্রীআনন্দমূর্ত্তীজিকে রক্ষা করতে ও আনন্দনগরের বিভিন্ন প্রতিষ্ঠানকে হার্মাদ ঘাতক কমিউনিস্ট বাহিনীর হাত থেকে রক্ষা করতে প্রথম আত্মবলিদান দিয়েছিলেন আচার্য অভেদানন্দ অবধূত, আচার্য সচ্চিদানন্দ অবধূত ও নতুন প্রজন্মের নব্যসন্ন্যাসী নবিস  আচার্য অবোধ কুমার ব্রহ্মচারী,  আচার্য প্রবোধ কুমার ব্রহ্মচারী ও আচার্য ভরত কুমার ব্রহ্মচারী। 
    আনন্দমার্গীরা আনন্দমার্গের সকল দধিচীদের স্মরণে ১২ ঘণ্টা উপবাস করে সন্ধ্যায় ভজন কীর্ত্তন ও সাধনার পর দধীচিদের উদ্দেশ্য স্মৃতিচারনের পর আমরন পাপশক্তির বিরুদ্ধে শতত সংগ্রামের জন্যে শপথ গ্রহণে নিজেকে উৎসর্গ করেন।
  --- এইচ, এন, মাহাতো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.