Header Ads

প্রধানমন্ত্রী গুয়াহাটির শ্রেষ্ঠ তীর্থ স্থান kamkhya ধাম এর করিডোর উন্মোচন করবেন

অমল গুপ্ত  - কলকাতা: প্রধানমন্ত্রী  নির্বাচনের  আগে  আবার  4 দিনের  সফরে অসম  আসবেন ।কাল  সকালে এসে  খানা পড়া   অতিথি  শালা তে  রাত  বাস  করবেন। ।মুখ্যমন্ত্রী শর্মা  জানান  প্রধানমন্ত্রী   11,50 হাজার   কোটি টাকার প্রকল্পের  শিলান্যাস  করবেন jorhat এর ময়দানে বীর  lachit  এর 120 মূর্তি  উন্মোচন  করবেন। 150 কোটির  প্রকল্প-43  টি  পথ  সহ iক্রিয়া  প্রকল্প   তিনি  Kamkh  করিডোর  উদ্বোধন  ছাড়াও  বিজেপি  কোর  কমিটির  বৈঠকে  উপস্থিত  থাকবেন। পাচ হাজার 5 লক্ষ পতি  মহিলা  উপস্থিত  থাকবেন। মহিলা  সমিতি  এক লাখ  প্রদীপ   জ্বলবে।  নতুন কলেজ  বিল্ডিং    ছাড়াও  কয়েকটি  প্রকল্পের  উন্মোচন  রাজ্যের  বিভিন্ন  জেলা থেকে  5 হাজার  যুবক  বাইক  চালিয়ে  খানা পড়া  ময়দানে  উপস্থিত  থাকবেন।  বিজেপি  দাবী  প্রধানমন্ত্রীর  অসম সফরের  ফলে বিজেপি  14 টি  আসনেই  জয়লাভ   করবে। মুখ্যমন্ত্রী  আজ কাজী রাঙা তে  মাদ্রাসা  ছাত্রদের  সঙ্গে  কথা বার্তা বলেন।  কারণ  নির্বাচনে  সংখ্যালঘু  জনগোষ্ঠির  সমর্থন  লাগবে।   



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.