Header Ads

বরাক এর প্রতিবাদী কন্ঠ প্রদীপ দত্ত রায়ের "উপেক্ষিত বরাক " উন্মোচিত হল

 নয়া  ঠাহর। শিলচর পিএনসি সোমবার শিলচরে এক অনুষ্ঠানে প্রদীপ দত্ত রায় রচিত উপেক্ষিত বরাক নামের একখানা পুস্তকের উন্মোচন করা হয়।
ছবিতে কবি সাহিত্যিক অতীন দাশ কে আনুষ্ঠানিকভাবে পুস্তক খানার উন্মোচন করতে দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছেন বাঁদিক থেকে সাধন পুরকায়স্থ, হারাণ দে ,ইমাদ উদ্দিন বুলবুল, প্রদীপ দত্ত রায় সুনীল রায় ও বিকাশ চক্রবর্তী।  সাংবাদিক  অমল গুপ্তের  সংযোজন: প্রদীপ  দত্ত রায়  বরাক উপত্যকার  একজন প্রতিবাদী কন্ঠ।  আন্দোলন  ছাড়া  বরাক কিছুই পায়না। বরাক গণতান্ত্রিক ফ্রন্টের  উপদেষ্টা  হিসাবে  প্রদীপ দত্ত রায়  কে  আসাম বিশ্ববিদ্যালয়ের  ভিত্তি প্রস্তর   স্থাপনের  সময় থেকে  জানি। চিনি আন্দোলনের  পর আন্দোলন  করে গেছেন। বড়ো আন্দোলনের   প্রবক্তা র  সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে  আন্দোলন করে গেছেন। বড়ো আন্দোলনের  প্রধান upen  ব্রহ্ম  কে  শিলচর  এর এক গোপন  স্থানে লুকিয়ে রেখে  ছিলেন।   তার আন্দোলন  ছাড়া  বিশ্ববিদ্যালয় হত না। কলকাতায়   বই মেলায় আমার  আত্ম জীবনী  প্রকাশ  পেয়েছে   ।সেই   আমার "সাংবাদিক জীবন ""গ্রন্থে  প্রদীপ  দত্ত রায়   বরাক এর  আন্দোলনে  অনেক কথা লিখেছেন।  গোলাম ওসমানী    কালি পদ সেন  প্রমুখ  দের  স্মরণ  করেছেন।    আমি জানি  dispur  প্রদীপ  দত্ত রায়  ও  Topidhir  Bhattacharya  কে ভালো  চোখে  দেখে না। গ্রন্থে  নাম করণ এর সঙ্গে  প্রতিবাদী  কন্ঠ  উজ্জল  হয়ে উঠেছে। আক্ষরিক  অর্থে বরাক  উপেক্ষিত।  আমি নয় সময় সেকথা বলবে।  বইটি  সফলতা  কামনা  করলাম। 




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.