সংসদ বড় দলেই শ্রী শ্রী ধাম রায় মন্দির তৈরি করে দেন
সাংসদ প্রদ্যুৎ বরদলৈর সংসদীয় পুঁজির ২৫ লাখ টাকার ব্যয় সাপেক্ষে পুনর প্রাণ পেয়ে উঠেছে শ্রী শ্রী ধাম রাই রাম কুঠি সত্র।
সুনীল রায় নগাঁও ৫ফেব্রুযারী :- পুনর প্রাণ পেয়ে উঠলো মহাপুরুষ শ্রীমন্ত শংরদেবে প্রতিষ্টা করা শ্রী শ্রী ধাম রাম রাই কুঠি সত্র। গুরুজনার পবিত্র জন্মস্থান শ্রী শ্রী বটদ্রবা থানের মৃত্তিকা,আকাশীঙ্গার জল,ঠগা এবং গুণমালা পুথি নিয়ে গিয়ে শ্রী শ্রী বটদ্রবা থানের একটি ২৫জনের ভকত -বৈষ্ণবের দল আজ শ্রী শ্রী ধাম রাম রাই কুঠি সত্রে উপস্থিত হয়। উল্লেখ্য যে গুরুজনাই স্থাপন করা বাংলাদেশ সীমান্তে শ্রী শ্রী ধাম রাম রাই কুঠি সত্র টি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই জন্য সংসদীয় পুঁজির বিশেষ অনুমতি নিয়ে ২৫লাখ টাকা ব্যায় সাপেক্ষে শ্রী শ্রী ধাম রাম রাই কুঠি সত্রের গৃহ এবং বঢা নির্মাণ করা হয়েছে বলে নগাঁওযের সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে জানান। নির্মিত গুরু গৃহে নাম প্রসংগরে শ্রী শ্রী ধাম রাম রাই কুঠি সত্র আজ উন্মোচন করা হয়।এই অনুষ্ঠানে বরপেটা এবং মধুপুর সত্রের ভকত -বৈষ্ণব সকলে অংশ গ্ৰহন করে।সাংসদ জনে বলেন যে গুরুজনাই এক সংহতির দুলেরে বান্ধে চেয়েছিল।তিনি আসামের এই মাথা হতে শেষমাথা প্রর্য্যন্ত ঘুরে বা়ংলাদেশ সীমান্তে এই শ্রী শ্রী ধাম রাম রাই কুঠি সত্র স্থাপন করেছিল।সাংসদজনের এই প্রচেষ্টা সকলে ধন্যবাদ জানায়।








কোন মন্তব্য নেই