Header Ads

বুড়ো বয়সের পদ্য, জীবন জীবিকা,জীবন

👍 *বুড়ো বয়সের পদ্য*  👍

না হয় বয়স অল্প বেড়েছে
লোকে দেখে বলে বৃদ্ধ?
তাই বলে ঘরে, শুধু কি ঝিমোবে
খাবে ঝোলভাত, সিদ্ধ?
😄😄😄😄
সারাদিন বসে অসুখের কথা
ভেবে কি সময় কাটবে?
তার থেকে চলো ভোরবেলা উঠে
রাস্তায় গিয়ে হাঁটবে।
🤓🤓🤓🤓🤓🤓
ছেলে মেয়ে সব দূর দেশে আছে
চিন্তার কিছু নেই ভাই,
আশেপাশে যারা স্বজন বন্ধু
যোগাযোগ রেখে থাকা চাই।
🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
ভালো করে খাও মৎস,
মুর্গী ফলমূল শাকসব্জী,
ক্বচিৎ কখনও পাঁঠা চেখে দেখো
ডুবিয়ে খেও না কব্জি।
😉😉😉😉😉😉😉
হোক না বয়স, ডিজিটাল হলে
মজা আছে জেনো ভরপুর,
বহু দরকার তাতেই মিটবে
কাছে এসে যাবে যারা দূর।
😌😌😌😌😌😌😌
অনেক ইচ্ছে মনে চাপা আছে
সুযোগ পাওনি আগে তার,
এখন রয়েছে অগাধ সময়
ইচ্ছেপুরণ করবার।
👻👻👻👻👻👻👻
লেখালিখি করো, ইউটিউব দেখে
করতেও পারো রান্না,
গলা ছেড়ে গান জুড়ে দাওদিকি
কেউ জুড়বে না কান্না।
🤑🤑🤑🤑🤑🤑🤑
চলাফেরা করো আছাড় না খেয়ে
পড়ে যেও নাকো, সাবধান!
হাত পা ভাঙলে মহা দুর্ভোগ
ভুগে ভুগে শেষে যাবে প্রাণ।
😒😒😒😒😒😒😒
হারানো বন্ধু ফেসবুকে খোঁজো
খুঁজে পাওয়া নয় শক্ত,
ঠাকুর দেবতা এই নিয়ে থাকো
তুমি যদি হও ভক্ত।
🙈🙉🙊
অসুখ বিসুখ সুগার প্রেশার
ছিলো তারা, আছে, থাকবে,
ভয় পেয়ে গিয়ে জড়োসড়ো হলে
ওরা বেশী দর হাঁকবে।
🐸🐸🐸🐸🐸🐸
চিকিৎসা করো সঠিক সময়ে
খুঁজে রেখো ভালো ডাক্তার,
হোক ডাক্তার বন্ধুর মতো
নাই হলো হাঁক ডাক তার।
♟️♟️♟️♟️♟️♟️♟️
সমাজকে যদি দিতে পারো কিছু
সামর্থ মতো দিয়ে দাও,
অভিজ্ঞতারও বহু দাম আছে
চাও যদি ভাগ করে নাও।
🎻🎻🎻🎻🎻🎻🎻
সময় এগোবে বুড়ো বুড়ি হবো
এটাই নিয়ম জেনো ভাই,
তবুও থাকবো সজীব সতেজ
বয়সের মুখে দিয়ে ছাই
❤️❤️❤️❤️❤️❤️

(সংগৃহীত)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.