Header Ads

নওগাঁ লোকসভা কেন্দ্রে কংগ্রেস দলের 7 সদস্য

নগাঁও লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থীত্ব নিয়ে খোয়া -কামরার মধ্যে বিজেপির সাতজনের তালিকাতে স্থান লাভ করছে কয়েকজন নতুন মুখের।
প্রার্থীত্ব হতে বঞ্চিত হ ওয়ার  সাম্ভাব্য ইংগিত লাভ করে চত্রভংগ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোঁহাইর।
সুনীল রায় নগাঁও ২৯ফেব্রুযারী:-কলিযাবর লোকসভা:-কলিযাবর লোকসভা কেন্দ্রটি কাজিরঙা নামেরে ন-রূপে গঠন করার পরে কলিযাবরের সাংসদ গৌরব গগৈয়ে কাজিরঙাতে প্রতিদ্বন্দিতা না করাটি প্রায় নিশ্চিত হয়েছে। কংগ্রেসের ভোটবেংক রূপে পরিচিত সামাগুরি, রূপহীহাট, এবং ধিং , সমষ্টির এবং বটদ্রবা বিধানসভা কেন্দ্র নগাঁও লোকসভা কেন্দ্রে অন্তভৃক্ত হ ওয়ার পরে সাংসদ গৌরব গগৈয়ে কলিযাবর অর্থাৎ কাজিরঙা বাদ দিয়ে নগাঁও লোকসভা তে প্রতিদ্বন্দিতা করতে মন চেয়েছে। সেইজন্য কাজিরঙাতে বর্তমান কংগ্রেস প্রার্থী কে হবে তাকে নিয়ে চলছে ব্যাপক চর্চা। নগাঁওতে বর্তমানের সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে দলীয় প্রার্থী ত্বের জন্য পুনর কুচ-কাবাজ অব্যাহত রাখার বিপরীতে সাংসদ গৌরব গগৈয়েও শক্তিশালী রূপে নিজেকে প্রার্থী হিসাবে প্রক্ষেপ করেছে। তাছাড়া ও প্রাক্তন মন্ত্রী রকিবুল হুছেইন ও নগাঁও লোকসভা কেন্দ্র হতে দলীয় প্রার্থী রূপে অবর্তীর্ণ হয়েছে। এইধরনের প্রেক্ষাপটে কংগ্রেসের প্রার্থী শেষ মুহূর্তে কে হবে‌ তানিযে জল্পনা কল্পনা চলতে থাকার মধ্যে নগাঁওতে কংগ্রেসের ভিতরচরাতে তীব্র অন্তর্কলহ এবং লবী কেন্দ্রিক রাজনীতিতে জুরুলা করেছে।এর মধ্যে শাসকীয় বিজেপি দলে একাধিক প্রার্থীয়েদলীয় প্রার্থীত্বের জন্য‌ আবেদন করেছে।এর মধ্যে কয়েকজন নতুন মুখের প্রার্থী। এইবার নগাঁও লোকসভা কেন্দ্র হতে চত্রভংগ দিয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোঁহাইয়ে।"আমি আর ইলেকসন খেলবনা"এই ধরনের মন্তব্য করে জনগাঁথনি দেখে সমষ্টিটিতে বিজেপির প্রার্থী জয়ী হবেনা‌ বলেপ্রকাশকরা গোঁহাইয়ে প্রার্থীত্ব হতে বঞ্চিত হ ওয়ার  সাম্ভাব্য ইংগিত লাভ করে চত্রভংগ দিয়েছে বলে বিজেপির মহলে চর্চা চলছে। বিপরীত কেন্দ্রটি হতে দলীয় প্রার্থীত্বের তালিকাতে প্রাক্তন মন্ত্রী গৌতম বরা, সম্পতি গেরুযা বসন পরা সুরেশ বরা, নগাঁও জেলা বিজেপির সভাপতি অভিজিৎ নাথ, নগাঁও জেলা যুব মচার সভাপতি সুন্দর শর্মা, বিজেপি নেতা নবজ্যোতি বরা এবং বিজেপি নেতা রঞ্জিত মজুমদার এই সকলে প্রার্থীত্বের জন্য তৎপর হয়ে পরেছে। নগাঁও লোকসভা কেন্দ্রের জন্য সাতজনের তালিকাটি নিয়ে এখন নগাঁও বিজেপি মহলে তীব্র উৎকন্ঠার আরম্ভ হয়েছে।আন্যদিকে এ আইইউ ডি এফ দলে নগাঁও সংসদীয় কেন্দ্রের জন্য দলটির ধিঙের বিধায়ক আমিনুল ইসলাম কে প্রার্থীত্ব প্রদান করেছে।দলটি ইতিমধ্যে প্রচার অভিযান অব্যাহত রেখেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.