রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে Ed এবার রক্তাক্ত
নয়া ঠাহর :কলকাতা পশ্চিমবঙ্গ 356 লাগু করার দাবী উঠলো. সন্দেশ খালি তে এক রেশন দুর্নীতির সম্রাট শাহজাহান বাড়ির তালা ভাঙ্গার অপরাধে গোটা গ্রামবাসী Ed ,Crpf,সাংবাদিক দের উপর আক্রমণ করে পুলিশ গতকাল পর্যন্ত একজন গ্রেফতার হয় নি। বিরোধী দলনেতা বহরমপুর এর কংগ্রেস সংসদ অধীর চৌধুরী 356 জারি করার দাবী জানান। অভিযোগ করেন তৃণমূলের নখ দাঁত বেরিয়ে গেছে। তৃণমূলের সব কাজ কে সমর্থন করা kunal ghosh সাংবাদিকদের উপর হামলার. . সমালোচনা করেন। রাজ্যপাল বলেন বঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। যে কথা সরকার বলে না একই সম্প্রদায়ের মানুষ এই হামলায় জড়িত। যাদের ভোট ব্যাংক হিসাবে তৃণমূল ব্যবহার করে থাকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন দুর্নীতি আটকাতে সরকার সুপ্রীম কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচ করছে।Edir অফিসারদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে সরকার। এদিকে রাজ্যপাল শাহজাহান কে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। শাহজাহান বাংলাদেশে পালিয়ে গেছে বলে অভিযোগ এসেছে।
কোন মন্তব্য নেই