*নষ্ট করা হলো গাঁজা গাছ*গাঁজা গাছ কেটে পুড়িয়ে নষ্ট করল জলঙ্গি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ জলঙ্গির হুকোহারা এলাকায় কয়েকটি বাড়িতে তল্লা শি চালিয়ে গাঁজার গাছ কেটে পুড়িয়ে দিল। দিন কয়েক ধরেই চলছে এই অভিযান
কোন মন্তব্য নেই