ক্রিকেট খেলা মৃত্যু এক
*বলের আঘাতে মৃত ক্রিকেটার*
মুম্বইয়ের মাতুঙ্গার দাদকর ময়দানে কাচ্চি বিসা ওসওয়াল বিকাশ লেজেন্ড কাপের খেলায় মাথায় বল লেগে মৃত্যু হল এক ফিল্ডারের। এই প্রতিযোগিতার হয় পঞ্চাশোর্ধ ক্রিকেটারদের নিয়ে। মৃতের নাম জয়েশ সওয়ালা। বয়স ৫২। আসলে একই মাঠে চলছিল দুটি ক্রিকেট ম্যাচ। পাশাপাশি দাঁড়িয়ে খেলাছিলেন দুদলের ক্রিকেটাররা। সেই সময় একটি ম্যাচের ব্যাটসম্যানের শটে বল মাথায় লেগে মৃত্যু হয় অন্য ম্যাচে ফিল্ডিং দলের এই ক্রিকেটারের। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ইচ্ছাকৃত আঘাত বা কোনও ষড়যন্ত্রের অভিযোগে আনা হয়নি। পরে পরিবারের হাতে জয়েশের মৃতদেহ তুলে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই