এক সপ্তাহের মধ্যে দেশে নাগরিকত্ব সংশোধনী আইনী কার্যকর হবে। জানালেন শান্তনু ঠাকুর
অমল গুপ্ত কলকাতা:দেশে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন। কার্যকর হবে । কেন্দ্রীয় মন্ত্রী সান্ত্বনা ঠাকুর জানান। অসমে বিজেপি নেতারা উৎফুল্ল হলেও অসমের বিজেপি একাংশ নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। আইন টি কার্যকর হলে অসমের এক কোটি বাঙালি উদ্বাস্তু উপকৃত হবে। তাদের জীবন জীবিকা নিশ্চিত হবে। জমির পাট্টা ,আঁধার কার্ড ,ব্যাংক অ্যাকাউন্ট ,রেশন কার্ড ইত্যাদি পাওয়ার পথ প্রশস্ত হবে। তাছাড়া নাগরিক জাতীয় রেজিস্টার থেকে 19 লাখ মানুষের নাম কাটা গেছে। 14 লাখ বাঙালি হিন্দু। তাদের ভবিষ্যত অন্ধকার আইন টি কার্যকর হলে তারা উপকৃত হত কিন্তু অসমের মুখ্যমন্ত্রী ও চাইছেন না ।তিনি নাকি বলেছেন আইনের প্রাসঙ্গিকতা নেই । পরে করলেও হত। এই ঘোষণার পর অসমে বিরোধী আন্দোলন শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছেন কোনো সত্বে ka লাগু হতে দেবেনা.








কোন মন্তব্য নেই