মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মাথায় চোট পেলেন
অমল গুপ্ত 'কলকাতা:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বর্ধমান থেকে ফেরার সময় বাইরের এক গাড়ি convoy এ ঢুকে পড়লে চালক প্রচণ্ড জোরে ব্রেক চেপে ধরলে, গাড়ির প্রথম আসনে বসা মুখ্যমন্ত্রী মাথায় প্রচণ্ড চোট পান। মুখ্যমন্ত্রী আহত অবস্থায় এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে কলকাতায় ফিরেই আগের সূচি অনুযায়ী রাজ্যে পাল অফিসে যান। মুখ্যমন্ত্রী বলেন 200 কিলোমিটার বেগে গাড়িটি চলছিল ভগবান এর কৃপা তে তিনি বেঁচে যান। এদিকে অসম থেকে রাহুলের ন্যায় যাত্রা আগামী কাল কোচবিহার পৌঁছবে। অসমে বিজেপি সরকারের বাধা দেওয়া জন্যে এক বিশ্ব বিদ্যালয়ে এবং এক ধর্ম স্থানে রাহুল যেতে পারেননি। অসমের মুখ্যমন্ত্রী রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার হুমকি দিয়েছেন। রাহুল পাল্টা মুখ্যমন্ত্রী কে আক্রমণ করে বলেছেন তার যাত্রা পথে যত বাধা আসবে প্রচার বেশি পাবেন। মমতা আবার বলেছেন রাহুল তার যাত্রার খবর দেয় নি।
কোন মন্তব্য নেই