Header Ads

কলকাতা আর্ন্তজাতিক বইমেলায় অসমের বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্তের সাংবাদিক জীবন উন্মোচিত

 নয়া  ঠাহর,কলকাতা:দেশ ভাবনা থেকে প্রকাশিত হলো উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্তের Amal Gupta 'সাংবাদিক জীবন'।47 তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত সাংবাদিক সুমন ভট্টাচার্য Suman Bhattacharya এবং অসম বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিশিষ্ট লেখক তপধীর ভট্টাচার্য । বই প্রকাশ অনুষ্ঠান ঘিরে 'বিহার বাঙালি সমিতি'র Bihar Bangali Samiti স্টলে ২৫ জানুয়ারির সন্ধ্যেবেলায় ঘটে গেল নক্ষত্র সমাবেশ।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের বিশিষ্ট কবি বিদ্যুৎ চক্রবর্তী, অনুবাদক নন্দিতা ভট্টাচার্য প্রাবন্ধিক ও সাংবাদিক তাপস পাল Tapas Paul , অসমের চিত্র সাংবাদিক কিরণ মুখোপাধ্যায়, সীমা মুখার্জি এবং এবং বরাকের বিশিষ্ট সাহিত্যিক রণবীর পুরকায়স্থ ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.