51 ইঞ্চি র রাম লালা মূর্তির পাথর এসেছে দক্ষিণের তুঙ্গে ভাদ্র পাহাড় কেটে
অমল গুপ্ত ,কলকাতা:22 জানুয়ারী বেলা 12-45 মিনিটে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে ।সেই পুজোর ফুল আসবে বাংলা থেকে, মধু আসবে সুন্দর বন থেকে 56 ভোগের অন্যতম এই সামগ্রী পাঠাচ্ছে বঙ্গের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ।মূর্তি টি নির্মাণ করেন telengana অরুণ যোগী। দক্ষিণ থেকে আসা 24 00 কেজি র ঘন্টা প্রবেশ দ্বারে বসবে। অষ্ট ধাতুর তৈরি ঘন্টা। আর তিন দিন বাদে রামের প্রাণ প্রতিষ্ঠা র পর দেশ বাসি র দুঃখ যন্ত্রণার অবসান ঘটবে। দেশের সার্বিক উন্নতি ত্বরান্বিত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেগ তাড়িত হয়ে দাবী করেন। সোমবার কেন্দ্রীয় সরকার,
, অসমের বিজেপি সরকার সহ বিজেপি শাসিত সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। রামের মূর্তি বালক রূপে পুজা হবে। ।শিশু রামের প্রাণ প্রতিষ্ঠা হবে সোমবার । পশ্চিম বঙ্গ সরকারকে এক চিঠি বিজেপি সভা পতি সুকান্ত মজুমদার অনুরোধ করেছেন সোমবার ছুটি দেবার জন্যে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম নিজের নিজের উৎসব সবার। তিনি কোন ধর্মের বিরোধী নয়। এই দিন তিনি সংহতি শোভাযাত্রা ডাক দিয়েছেন। অসমের। Majuli থেকে 25 জন প্রতিনিধি অযোধ্যা যাবেনা। অভিনেতা অমিতাভ বচ্চন অযোধ্যা তে 14 কোটি টাকা দিয়ে জমি কিনেছেন। প্রধানমন্ত্রী গতকাল মহারাষ্ট্র এ solapure আবেগ তাড়িত হয়ে বলেন 22 জানুয়ারী ঘরে ঘরে আলো র প্রদীপ বসান । দরিদ্র দূর হবে। জীবন সুখের হবে।
কলকাতা র দুই ব্যবসায়ী শ্রী রাম লেখা ইট পাঠিয়েছেন। সেই ইটে মন্দির নির্মাণ হচ্ছে। আজ থেকে রাম মন্দির দ্বার বন্ধ থাকবে। সোমবার খুলবে। 22 তারিখে কালো পাথর এর মূর্তি র প্রাণ প্রতিষ্ঠা হবে। গর্ভ গৃহ তে প্রধানমন্ত্রী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী,উত্তর প্রদেশের রাজ্যপাল,।Mohon vagbot ও রাম মন্দিরের প্রধান পুরোহিত ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
কোন মন্তব্য নেই