রাম লালা র প্রাণ প্রতিষ্ঠা সোমবার বেলা 12-'20 মিনিটে
অমল গুপ্ত , কলকাতা: রাম লালা র প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আজ বেলা 12 টা 20 মিনিটে। ভারতীয় পরম্পরা মেনে 125 জন সাধু সন্ত উপস্থিত থাকবেন। 2500 সম্মানিত বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। দেশের বিশিষ্ট বৌদ্ধ ধর্ম গুরু। dalai লামা সহ বিশিষ্ট শিল্প পতি দের কাছে উপস্থিত থাকার জন্যে চিঠি গিয়েছে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী শ্রীরাম জন্ম ভূমির অধ্যক্ষ গোপাল দাস জি মহারাজ,সঙ্ঘ প্রধান মহন ভাগ বট উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দ বেন পটেল ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ । কেন্দ্রীয় সরকারের নির্দেশে মকর সংক্রান্ত থেকে সব মন্দিরে অভিযান পরিচ্ছন্ন অভিযান,।22 জানুয়ারী কাছের মন্দিরে নাম সং কীর্তন । ,tv ,led screen প্রাণ প্রতিষ্ঠা র অনুষ্ঠান দেখা,। প্রাণ প্রতিষ্ঠাতা পর গ্রামে প্রসাদ. দেওয়া. । সন্ধ্যায় কম করে 5 টি প্রদীপ জ্বলতে হবে।. পড়ে সুবিধা জনক সময়ে অযোধ্যা সফর. ।
দক্ষিণে সেতুর তুলে সাগর vরাম সেতু কে প্রণাম প্রধানমন্ত্রীর। স্নান করে 11 দিন ব্রত উদযাপন করেন কেবল ফল খেয়ে কাটান। অসমে মাছ মাংশ খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অসম সরকার। রাহুল গাঁধীর মিছিল সংখ্যা লঘু এলাকায় যেতে না পারে তার জন্যে ব্যাপক পুলিশ মোতায়েন করার নির্দেশ মুখ্যমন্ত্রী র।
ভারতে রাম মন্দির রাম লালা র প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বৃটেন আমেরিকা ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।অসমে সব জায়গা তে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শোভাযাত্রা বেরোয়।
কোন মন্তব্য নেই