Header Ads

রাম লালা র প্রাণ প্রতিষ্ঠা সোমবার বেলা 12-'20 মিনিটে

অমল গুপ্ত , কলকাতা:  রাম  লালা র  প্রাণ প্রতিষ্ঠা  অনুষ্ঠান  আজ বেলা  12 টা  20 মিনিটে।  ভারতীয়   পরম্পরা  মেনে 125 জন  সাধু  সন্ত উপস্থিত   থাকবেন। 2500 সম্মানিত  বিশিষ্ট   ব্যক্তি  উপস্থিত  থাকবেন।   দেশের  বিশিষ্ট  বৌদ্ধ  ধর্ম গুরু। dalai লামা  সহ  বিশিষ্ট  শিল্প পতি  দের    কাছে  উপস্থিত  থাকার  জন্যে   চিঠি  গিয়েছে।  উপস্থিত  থাকবেন  প্রধানমন্ত্রী  নরেন্দ্র ভাই  মোদী   শ্রীরাম জন্ম  ভূমির  অধ্যক্ষ গোপাল  দাস  জি  মহারাজ,সঙ্ঘ প্রধান  মহন   ভাগ বট  উত্তর প্রদেশের  রাজ্যপাল  আনন্দ বেন  পটেল  ও উত্তর প্রদেশের  মুখ্যমন্ত্রী  যোগী  আদিত্য  নাথ । কেন্দ্রীয়  সরকারের  নির্দেশে মকর  সংক্রান্ত থেকে  সব মন্দিরে  অভিযান পরিচ্ছন্ন  অভিযান,।22  জানুয়ারী  কাছের  মন্দিরে  নাম  সং কীর্তন । ,tv   ,led  screen  প্রাণ প্রতিষ্ঠা  র  অনুষ্ঠান দেখা,। প্রাণ প্রতিষ্ঠাতা  পর  গ্রামে  প্রসাদ.   দেওয়া. । সন্ধ্যায়  কম  করে  5  টি  প্রদীপ  জ্বলতে  হবে।. পড়ে  সুবিধা  জনক  সময়ে  অযোধ্যা  সফর. ।
দক্ষিণে  সেতুর তুলে   সাগর vরাম সেতু  কে প্রণাম  প্রধানমন্ত্রীর।   স্নান  করে  11 দিন ব্রত   উদযাপন  করেন   কেবল ফল খেয়ে কাটান।   অসমে  মাছ  মাংশ  খাওয়ার  উপর  নিষেধাজ্ঞা  আরোপ  করেছে অসম  সরকার।  রাহুল  গাঁধীর   মিছিল  সংখ্যা লঘু  এলাকায়  যেতে  না  পারে  তার  জন্যে   ব্যাপক পুলিশ  মোতায়েন  করার  নির্দেশ  মুখ্যমন্ত্রী র। 
ভারতে  রাম মন্দির      রাম লালা র  প্রাণ প্রতিষ্ঠা  উপলক্ষে  বৃটেন   আমেরিকা ব্যাপক  উৎসাহ দেখা  যাচ্ছে।অসমে  সব জায়গা  তে  জয়  শ্রীরাম ধ্বনি  দিয়ে  শোভাযাত্রা  বেরোয়। 












কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.