Header Ads

অসম বার্তা জীবি সঙ্ঘ র executive মেম্বর পদে প্রদীপ বর্মন দাঁড়িয়েছে

নয়া ঠাহর   কলকাতা ':সাংবাদিক  সংস্থা অসম বার্তা জীবি সঙ্ঘ  আসন্ন  নির্বাচনে   DY 365 এর  বিশিষ্ট  সাংবাদিক  প্রদীপ বর্মন executive  মেম্বর  পদে প্রতিদ্বন্দ্বিতা  করছেন। এই জনপ্রিয়  সাংবাদিকদের  পক্ষে  ভোট দেবার জন্যে  অধিকাংশ  ভোটার  আবেদন  জানিয়েছে। আগামী  30 ডিসেম্বর   গুয়াহাটি প্রেস ক্লাবে  নির্বাচন হবে।  সকাল 9 টা  থেকে বিকাল 4 টা  পর্যন্ত ভোট নেওয়া হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.