কান্দি তে রেল নির্বাচনের আগে বিজেপি দলের রাজনীতি শুরু
অমল গুপ্ত কান্দি জেল রোড : কান্দি তে রেল আজন্ম শুনে আসছি। নির্বাচন এলেই রেলের কথা শোনা যায় রেল আর আসেনা। তৃণমূলের বিধায়ক অপূর্ব সরকার অনেক চেষ্টা করেছেন। কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর চৌধুরী বহুবার সংসদে রেল নিয়ে কথা বলেছেন। বঙ্গের রেল মন্ত্রী মমতা রেল নিয়ে চেষ্টা করেছেন। সবাই রাজনৈতিক মুনাফা লাভের চেষ্টায় কিছু না কিছু করেছেন রেল আর এলো না। আবার নির্বাচন আবার আশ্বাস আবার কান্দি র লোককে প্রতিশ্রুতি দিলেন এবার বহরমপুরের বিজেপি র সংগঠন জেলা সভা পতি শাখা rav সরকার ।তিনি দিল্লিতে প্রদেশে সভা পতি সুকান্ত মজুমদার কে নিয়ে রেলমন্ত্রী র সঙ্গে সাক্ষাৎ করে কান্দি তে রেলের দাবী জানান। রেলমন্ত্রী সেই ভোটের কথা আর রাজনৈতিক মুনাফা লাভের লক্ষে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। আবার আশ্বাস আবার প্রতিশ্রুতি। কান্দি র মানুষ আর আশ্বাস বিশ্বাসের মধ্যে নেবে না। তা নিশ্চিত।
কোন মন্তব্য নেই