Header Ads

বাংলায় সাংবাদিক রা সুরক্ষিত নয় :অনুরাগ ঠাকুর

নয়া ঠাহর'  বহরমপুর:দেশের  মধ্যে    একমাত্র  পশ্চিমবঙ্গ  যেখানে  সাংবাদিক রা  সুরক্ষিত  নয়। আজ সংসদে  কেন্দ্রীয়  তথ্য মন্ত্রী  অনুরাগ  ঠাকুর  একথা  জানান। তিনি বলেন  ওখানে  কেন্দ্রের  অর্থে  ঘর নির্মান  করার  ক্ষেত্রে নানা  গাফিলতি  নিয়ে  সাংবাদিকরা  লেখা লেখি  করলেই  মার খেতে  হচ্ছে  নানাভাবে  হেনস্থা  করা হয়।  বঙ্গ  সরকারের  উচিত  সাংবাদিকের  নিরাপত্তা   সুনিশ্চিত  করা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.