Header Ads

আলফা চুক্তিতে আপত্তি জানালেন কল্প জ্যোতি

আলফা -সরকারের চুক্তি সম্পর্কে কল্পজ্যোতি নেওগের প্রতিক্রিয়া।
সুনীল রায় নগাঁও ৩০ডিসেম্বর :- আলফা-সরকারের মধ্যে চুক্তি -সম্পর্কে প্রতিক্তিয়া প্রকাশ করেছে আলফার প্রাক্তন উপ -মূখ্য সেনাধ্যক্ষ জনে সাংবাদিকের কাছে বলেন যে "এই চুক্তির সাথে আমি একেবারে জড়িতনা।আমার সাথে থাকা বহুতে জড়িত না।আমি জানিনা।চুক্তিটি হ ওয়ার পর জানতে পেয়েছি।"তিনি আরও বলেন যে "এই চুক্তিটি শান্তি চুক্তি বলে বলা হয়েছে।এইটি শান্তি চুক্তি না।শান্তি চুক্তি হতে পারেনা।শান্তি চুক্তি হতে হলে আলফা স্বাধীনের পরেশ বরুযার নেতৃত্বে যে সংগঠন চলছে সেই সংগঠন‌টিকে যখন প্রর্য্যন্ত সরকারী আলোচনার মধ্যে মিমাংসা তে না আসে তখন প্রর্য্যন্ত আসামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে বলে ধারনা করাটিভুল‌হবে।এই চুক্তি সাময়িক ভাবে শান্তি আসবে। কিন্তু স্থায়ি শান্তির কারনে পরেশ বরুযার  নেতৃত্বাধীন গোটটির সাথে আলাপ আলোচনারমাধ্যমে মীমাংসাতে আসতে লাগবে।"তিনি আরও বলেন যে আলফার‌ মূল দাবী সার্বভৌমত্ব বাদ দেওয়ার পরে আসামের খিলঞ্জীয়া জনসাধারণের অধিকার এবং সুরক্ষার ক্ষেত্রেগুরুত্ব দিতে লাগছিল। কিন্তু এই চুক্তি টিপতে অসমীয়া জাতির থলগিরির কোনো ধরনের সুরক্ষা, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার ইত্যাদি ইত্যাদি নাই। রাজনৈতিক আলোচনাতে‌ যদি রাজনৈতিক দফাটি নাই এই চুক্তিটি  কি ভাবে মানতে পারা যাবে।আলফা -সরকারের চুক্তি অনুসারে ডেরলাখ কোটি টাকার পেকেছে আসামে লাভ করা প্রসঙ্গে তিনি বলেন যে"ডেরলাখ কোটি টাকার পেকেজদিতে কেন্দ দিতে বআধ্য হয়েছে। এখন রাজ্যের জন্য‌ এই ধরনের পেকেজ‌ দেওয়া টি  বআধ্য হয়েছে। এইধরনের পেকেজ দেওয়া টি কেন্দ্রের‌দাযিত্ব।সার্বভৌমত্ব হলোনা।সেইটিআমরা চাইনা। কিন্তু সুরক্ষাহলোনা। অসমীয়া জাতি কোনো কারনে সুরক্ষিত না।চুক্তিটি তে খিলঞ্জীয়ার সুরক্ষার কথা কোনো দফাতেনাই।এই চুক্তিটি গ্ৰহন যোগ্য না।আলফা দুর্বল স্থিতিতে থেকেআলোচনা করার জন্য প্রাপ্য হতে বঞ্চিত হতে লাগা হলো বলেএই‌মন্তব্য করে আলফা নেতা জনে। তিনি আরও বলেন যে দুর্বল স্থিতির জন্য সরকারী কথা মতে সরকারী শ্রুতলিপিতে‌সরকারের নিজ ইচ্ছা মতে‌ করা একটি চুক্তি তারা স্বাক্ষার করলো।এই‌চুক্তি নামে করা এক চুক্তি। আলোচনা করতে লাগে‌ কারনে করেছে।এই দূর্বল স্থিতির হতে‌ আদুরি আনতে‌পারা কিছু নাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.