সংসদ হামলা আরো একজন গ্রেফতার নাম সায়ন পাল
অমল গুপ্ত,বহরমপুর :সাম্যবাদী সুভাষ সভা র সদস্য সায়ন পাল গ্রেফতার।সংসদ হামলা র সঙ্গে জড়িত ললিত ঝাঁ র পর গ্রেফতার সায়ন গ্রেফতার তিনি জানান নেতাজির আর্দশ মেনে গরীব মানুষের সেবা করায় তাদের কাজ।জানান তাদের সাম্যবাদী সুভাষ সভার ৫০০ ,৬০০ সদস্য আছে।তাদের সঙ্গে ললিত ঝাঁ সম্পর্ক নেই। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জানান এর সঙ্গে তৃণমূল জড়িত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গ থেকে ট্রেনিং নিয়ে বাংলা দেশে অশান্তি করছে ।বলে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান। সংসদে হামলার গ্রেফতার হওয়া সদস্যের হাতে সাত স্মোক ক্যান ছিল। গ্রেফতার হওয়া সাগর শর্মা বলেছেন তারা আত্ম হত্যা করা পরিকল্পনা ছিল বলে পুলিশ জানিয়েছে।রাহুল গান্ধী জানান দেশ জুড়ে বেকারী আর দুর্নীতির জন্যে হতাশ গ্রস্থ হয়ে হামলা চালিয়েছে। সৌরভ চক্রবর্তী নামে এক যুবক ললিত ঝাঁ কে ভিডিও ম্যাসেজ দিয়েছিলেন। তিনি জানান বিপ্লবী ভকট সিং এর আর্দশ প্রচারের জন্যে বলা হয়েছিল।মহীশূরের বিজেপি সংসদ প্রতাপ সিনহা কে পুলিশ জিজ্ঞাসা বাদ করেছেন। নীতি আর্দশ হীন এই দেশে ব্যাপক দুর্নীতি কোটি কোটি বেকার এই দেশে আজও বিপ্লবী ভোকত সিং ,নেতাজির আর্দশ প্রচারের কাজ চলছে। সংসদ হামলার প্রেক্ষিতে এই ঘটনা প্রকাশ্য আসছে।








কোন মন্তব্য নেই