প্রধানমন্ত্রী বৈঠকে মমতা র পায়ের চোটের খবর নেন
অমল গুপ্ত:বহরমপুর:100 দিনের বকেয়া টাকা' এক লাখ 14 হাজার কোটি বকেয়া র দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়' অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 জন সংসদ কে নিয়ে প্রধানমন্ত্রী র সঙ্গে সাক্ষাত করে 25 মিনিট বৈঠক হয়. ।প্রধানমন্ত্রী অফিসার রা বশে বকেয়া চূড়ান্ত করবেন বলে আশ্বাস দেন। নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেন নি। প্রধানমন্ত্রী মমতা র পায়ের চোট এর খবর নেন তার দফতর ঘুরিয়ে দেখান মমতাক। তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সংসদ kakoli ঘোষ dastidar কে এই বৈঠকে ঢোকার অনুমতি দেওয়া হয় নি। এদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা কংগ্রেস সভা পতি কে প্রধানমন্ত্রীর পদে বসাতে চান এবং baranosi তে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে priyanka গাঁধী।কে দাঁড়া করার প্রস্তাব এসেছে। মমতা যখন দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় nabanno গিয়ে মমতা সরকারের দূর্নীতির হিসাব তুলে ধরেন।
কোন মন্তব্য নেই