তেলের দাম কমবে কি?
Moumita। Das। :*কমতে পারে তেলের দাম*
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার ঠিক আগে পেট্রল -ডিজেলের দাম কমার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে রাজধানীর ক্ষমতার অলিন্দে কান পাতলেই।
আজ দীর্ঘদিন ধরেই বিশ্ব বাজারে অশোধিত তেলের ( ব্রন্ট ক্রুড ) দর ব্যারেলে ৮০ ডলারের নীচে। এক সময়ে যা পৌঁছে গিয়েছিল ১২০ ডলারের আশেপাশে। সরকারি সূত্রের খবর, এই সুযোগের সদ্ব্যবহার, করেই ভোটের মুখে কমতে পারে জ্বালানি তেলের। যার ,সেঞ্চুরি, পার দরে অনেকদিন নাভিশ্বাস সাধারণ মানুষ, কেন্দ্রকে নিশানা করছেন বিরোধীরাও। সূত্রের দাবি, উপাদন শুল্ক ছাঁটাই করলেই লিটারে তেলের দাম কমতে পারে অন্তত ৪ থেকে ৬ টাকা। এ নিয়ে ইতিমধ্যে কথাও হয়েছে তেল ও অর্থ মন্ত্রকের। এই ভাবনার বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরও অবহিত বলে সূত্রের দাবি।
দেশে ২০২২ সালের ২২ মে শেষ বার সামান্য কমেছিল পেট্রল - ডিজেলের দাম। কিন্তু তার পরেও কলকাতা- সহ সারা দেশের বাজারে দু,টি জ্বালানি দামই এখনও যথেষ্ট চড়া। পেট্রলের লিটার ১০০ টাকার উপরে। ডিজেল ৯০ টাকার বেশি অথচ বিশ্ব বাজারে যে অশোধিত।
কোন মন্তব্য নেই