অসমে ২৪ পর্যন্ত রাজ্য এইডস রোগীর সংখ্যা ৩০'০০০
নয়া ঠাহর গুয়াহাটি:,,বিশ্ব এইড স দিবস উদযাপনের সময় স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত বলেন উত্তর পূর্বাঞ্চলে এইডস রোগ বৃদ্ধি পাচ্ছে সরকার পাইলট বলেন প্রজেক্ট গ্রহণ করেছে। মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন মাদকের জন্যে ইনজেকশন নেওয়া ব্যাক্তিদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। সরকার প্রতি প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করেছে।এই রোগ সম্পর্কে সব কে সজাগ হবার আহ্বান জানান। মারাত্মক খবর রাজ্যে ২হাজারের বেশি গর্ভবতী যুবতী আছে।কারাবন্দী আছে ,৭০০। ব্রাজ্যর মোট ৩০ হাজারের বেশি এই রোগে আক্রান্ত। গৌহাটি মরিগাও ও নওগাঁ জেলাতে এই রোগে সংখ্যা বেশি। গুয়াহাটি নগরের বিভিন্ন কলেজ এমনকি মহিলা কলেজের একাংশে ছাত্রী মাদক গ্রহণ করেন








কোন মন্তব্য নেই