স্বাধীনতার ৭৫ বছর উন্নতির শিখরে ভারত টানেল আবদ্ধ ৪১ শ্রমিক দের উদ্ধার করার প্রযুক্তি নেই?
অমল গুপ্ত , বহরমপুর: ভারত এগিয়ে সব দিকে প্রধান মন্ত্রীর অমৃত মহোৎসব চলছে মানুষ চাঁদে গেল। অথচ টানেল ভেদ করতে পারছে না '।বড় লজ্জা বড় পরিতাপের কথা দীপাবলি উৎসবের সময় এক রবিবারে ১৫দিন আগে সাড়ে ছয় কিলোমিটার সুরুঙ্গ বা টানেল নির্মাণ করতে ৪১ জন শ্রমিক আটকা পড়ে সারাদেশের প্রযুক্তি বিদদের আনা হল অত্যাধুনিক agar মেশিন কাজে লাগানো হল তা ভেঙেই গেল সব আশা শেষ। আজকের খবর যে শ্রমিক রা উপবাসী জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। পাইপ যোগে পাঠান সামান্য খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। দেশের ২৯ টি পাহাড়ের টানেল নতুন করে অডিট করার নির্দেশ দিয়েছে। কলকাতা মেট্রো রেল সহ উত্তর পূর্ব সীমান্ত রেলের ৩৫ টি টানেল ও রেলের সেতু গুলি নিয়েও নানা অভিযোগ আছে।। সব টানেল নিয়ে সুরক্ষা র দিকটি বিশেষ করে উত্তরা খন্ডের সব টানেল অবিলম্বে পরীক্ষা করতে হবে। দুর্নীতির নানা অভিযোগ আছে।আজ ১৬ দিন পাহাড়ের অন্ধকার গত্তে আবদ্ধ থাকার পর বলা হচ্ছে লম্বালম্বি করে তোমরা অসুস্থ শ্রমিকরা নিজেরা গর্ত করে বেরও সরকার হাত গুটিয়ে বসে আছে। উত্তরা খন্ড বিধানসভার বিরোধী দলনেতা জস পাল আর্য বলেছেন এই টানেল নির্মাণ এ ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করা সত্ত্বেও উপেক্ষা করা হয়েছে। এই টানেল এর উপর নরম মাটি। আছে।।। আগে পরীক্ষা করা হয়নি।সব মিলিয়ে দুর্নীতি র অভিযোগ কাঠ গড়ায় সরকারি ব্যবস্থা । আজ সোমবার রাত নয় টা পর্যন্ত উদ্ধার অভিযানের কোনো আশার কথা নেই লম্বালম্বি ভাবে খোঁড়া হচ্ছে agar মেশিন ভেঙে যাওয়ার পর রিপেয়ারিং করা যায়নি। সবার প্রশ্ন দেশে কি একটাই পাথর কাটার যন্ত্র আছে? এই উন্নতি ভারতের?১৭ দিন ধরে পাহাড়ের টানেল বন্দী ৪১জন গরীব শ্রমিককে নিয়ে নিয়ে দেশ ভাবছে? বিদেশী ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১৪০ কোটি মানুষের যে উদ্দীপনা উৎসাহ দেখা গেল তার কনা মাত্র থাকলে ভারত অনেক কিছু করতে পারতো। ভারতে সমাজজীবনে নীতি হীনতা দুর্নীতি অনেক কমে যেত। ভারত সবুজ হয়ে যেত দেশের আকাশ দূষণ থাকতো না। মাত্র সাড়ে ছয় কিলোমিটার টানেন নির্মাণে নিরাপত্তার বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হয়নি। দেশের পরিবেশ প্রকৃতি ভারসাম্য হারিয়ে গেছে ।। জলস্তর নেমে গেছে। জল কষ্টে ভুগছে দেশের অধিকাংশ মানুষ। উষ্ণতা বেড়েই চলছে। কোন নিয়ন্ত্রন নেই। ।নীতিহীন দেশ বাসীর চিন্তা নেই। দেশের সার্বিক পরিবেশ সমস্যা জটিল। দেশের মানুষ তথাকথিত ক্রিকেট টুর্নামেন্ট দেখতে যে ধরনের উৎসাহ দেখিয়েছে মনে হচ্ছিল দেশে
কোনো সমস্যা নেই। শুধু ক্রিকেট আছে। জল দূষণ কোন সমস্যা নয়। এই সমস্যা সমস্যা নিয়ে দেশ বাসী মোটেই ভাবেই না। ক্রিকেট আগে পরে পানীয় জল পরিবেশ সমস্যা।
।।।








কোন মন্তব্য নেই