Header Ads

যন্ত্র ব্যর্থ শেষ পর্যন্ত ইঁদুর গর্ত খুঁড়ে ৪১জন শ্রমিক কে উদ্ধারের চেষ্টা

অমল গুপ্ত :উত্তর খন্ড এর জেলা উত্তর কাশী র টানেল অন্ধকারে বন্দী ৪১শ্রমিক   কে উদ্ধারের    শেষ চেষ্টা  ইঁদুর গর্ত খুঁড়ে  শ্রমিক দের বার করা। মেঘলয়  শ্রমিক রা rat hole বা ইঁদুর এর বাসার মত গর্ত খুঁড়ে  খনির ভিতর থেকে কয়লা  চুরি করে সুপ্রিম কোর্টের বারন থাকা সত্বেও  দেদার কয়লা চুরি  হচ্ছে প্রায়১০০ শ্রমিক প্রাণ গেছে।সেই রকম Rat hole খুঁড়ে একজন একজন করে শ্রমিক কে বার করার কাজ শুরু হয়েছে। যন্ত্র ফেল    শেষ পর্যন্ত মানুষই ভরসা।উত্তরপ্রদেশের ছয়  জন শ্রমিক কে   ঝাঁশি থেকে আনা হয়েছে।তারা গর্ত খোঁড়ার ক্ষেত্রে  স্পেশালিস্ট।এই আমাদের চাঁদে পাড়ি  দেওয়ার দেশ। !   বুলেট গতির ট্রেন   সবই চমক  !  যে দেশ গরিব শ্রমিক দের নিরাপত্তা দিতে পারেনা সেই  দেশের অমৃত মহোৎসব করার অধিকার  নেই। ৭৫ বছর স্বাধীনতা দিবস পালন করছে দেশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.