Header Ads

জাতীয় রাজনীতির নতুন অধ্যায় নয়া সংসদ ভবন উদ্বোধন হল

অমল গুপ্ত ,কলকাতা। জাতীয় রাজনীতির নতুন অধ্যায়  প্রায় 900কোটি টাকা ব্যয় করে নয়া সদস্যদের সংসদ ভবন আজ   উন্মোচন করলেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। গত 2020সালের10ডিসেম্বর এই ভবনের  ভিত্তি প্রস্তর   স্থাপন করে করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।আজ তিনবছর পর   সেন্ট্রাল  ভিস্টার অধীন নয়া সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানন্ত্রী।64হাজার 500বর্গ ফুটের এই ভবন চারতলা ট্রিকনাকৃতি ।তিনটি প্রবেশ দ্বার শক্তি দ্বার, জ্ঞান দ্বার এবং কর্ম দ্বার।জাতীয় পাখি  ময়ূরের আদলে লোকসভা আর জাতীয় ফুল পদ্মের আদলে। রাজ্য সভা তৈরি করা হয়েছে।=লাল সভায় আসন সংখ্যা  888  ,। রাজ্য   সভার আসন 384জন।250থেকে আসন বেড়ে হচ্ছে 384জন। পুরনো সংসদ ভবন  ছিল গোলা কৃতি নতুন ভবন   ট্রিকোনাকৃতি। তিন গুণ বড়   একসঙ্গে   দুজন  পাশা পাশি বসার   আসন অত্যাধুনিক ডিজিটাল  ব্যবস্থা থাকবে। সদস্যের আসন থেকে একফুট উপরে থাকবে ওয়েল   ক্যামেরা তে ধরা পড়বে না.    ,সব থেকে গুরুত্ব পাচ্ছে  সেনগল  পাঁচফুট লম্বা ন্যায়ের প্রতীক  রাজ দণ্ড মাথাতে নন্দী    ষাঁড় ।যা এতদিন দক্ষিণ ভারতের এক মন্দিরে প্রতিষ্ঠিত ছিল।প্রধানমন্ত্রী মোদী অধ্যক্ষ। ওম বিড়লা কে পাশে নিয়ে গান্ধী মূর্তি তে   নমস্কার করে  সংসদ ভবনে  দক্ষিণ ভারতের পুরোহিত সমাজের হাত থেকে বহু  চর্চিত রাজ দণ্ড সেঙ্গল্ গ্রহণ করেন।প্রধানমন্ত্রী    তাতে প্রণাম করে তা লোকসভার অধ্যক্ষের বাম পাশে স্থাপন করেন।  তার আগে। পুজো   অর্চনা হয় সর্ব ধর্ম  প্রথনা হয়। দেশের 25টি,রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।21টি দল বয়কট করেন। প্রধানমন্ত্রী  সেঙ্গাল সম্পর্কে বলেন দেশের ক্ষমতা হস্তান্তরd এর সময় মাউন্টব্যাটেন। গভর্নর জেনারেল রাজা গোপাল চারির পরামর্শ গ্রহণ করে ছিলেন। রাজাজি   দক্ষিণ ভারতের পুরোহিত সমাজ এক সোনার রাজ দণ্ড তৈরি করে দেন
সেই  রাজদণ্ড গ্রহণ করেন জহরলাল নেহরু ।সেই প্রাচীন রাজদণ্ড দক্ষিণ ভারতের এক মন্দির থেকে এনে আজ স্বাধীনতার 75বছরে প্রতিষ্ঠা করা হয়। আজ সেই উপলক্ষে 75পয়সার প্রচলন করে রিজার্ভ ব্যাংক। যারা তিনবছর ধরে এই নয়া সংসদ ভবন গড়েছেন সেই গরীব শ্রমিকদের উত্তরীয় পড়িয়ে প্রধানমন্ত্রী সম্বর্ধনা দেন।  দেশের রাষ্ট্রপতি সংসদের প্রতীক সেই  রাষ্ট্রপতি কে বাদ দিয়ে এই নয়া সংসদ উন্মোচন করা হয়।বিশ্বের সবচেয়ে বড় গনতন্ত্র  র মন্দির সংসদ সেই সংসদের প্রধান পুরোহিত হচ্ছেন রাষ্ট্রপতি।সেই রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার ফলে  বিরোধীরা নানা প্রশ্ন তুলেছেন।তাদের প্রশ্ন  হিন্দুত্ব বাদী নেতা বীর সাভার   করে র জন্মদিনে  উন্মোচন করা হল   কেন।নয়া সংসদ ভবনের মাথায় অশোক স্তম্ভ  ন্যায়ের প্রতীক । ,96বছর পর দেশ নতুন সংসদ ভবন পেলো। এই  গনতন্ত্র  মন্দির কে দেশের শিল্প কর্ম দিয়ে সাজানো হয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.