অসমে এক দিনে বিনা ঘুষে 44 হাজারের বেশি নিয়োগ পত্র , এক , বেনজির ঘটনা ভারতে নজির গড়ে
অমল গুপ্ত গুয়াহাটি, কলকাতা :অসমের আজকের ঘটনা থেকে পশ্চিম বঙ্গ শিক্ষা নিতে পারে সেখানে রাস্তায় খোলা আকাশের নিচে বসে চাকরির দাবিতে কয়েকশো যুবক যুবতী অবস্থান ধর্মঘট করছেন ।আর অসমের মত দারিদ্র রাজ্যে আজ গুয়াহাটির খানা পড়া ময়দানে তার অভিভাবক দের নিয়ে এক লাখ বেকার যুবক যুবতী উপস্থিত ছিলেন রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া ঘুষ ছাড়া 44 হাজার 703 জন্যে নিয়োগ পত্র প্রদান করা হয়. । হেমন্ত বিশ্ব শর্মা র দুবছর কার্য কালে দেশে এই সরব প্রথম জাত ধর্ম নির্বিশেষে বিনা সুপারিশ বিনা ঘুষে চাকরি দেওয়া হয়. ।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই নিয়োগ পত্র প্রদান করেন. । শিক্ষা মন্ত্রী থাকা কালে সফল হেমন্ত বিশ্ব শর্মা একই দিনে 22 হাজার tet শিক্ষককে নিয়োগ পত্র দিয়ে রেকর্ড গড়ে ছিলেন এবার মুখ্যমন্ত্রী নিজের রেকর্ড ভেঙে দিলেন একসাথে একই দিনে প্রায় 45 হাজার বেকার কে চাকরি দিলেন। মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী এক লক্ষ চাকরি দেবেন প্রায় 90 হাজার দেওয়া হল. বাকিদের জুলাই আগস্ট মাসেই দেওয়া হবে. বিরাট সফলতা বেনজির ঘটনা..দেশে নজির নেই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রাখতে পারেন নি। বিজেপি সরকার দুবছর এক লাখ চাকরি দিয়ে দেশে রেকর্ড গড়ে। আজও মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন দেশের মধ্যে অসম কে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করবেন. ।অসমে নিখিল ভারত ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি র দশম ক্যাম্প উন্মোচন করে অমিত শাহ অসমের নিয়োগ পত্র সমারোহ অংশগ্রহণ করেন।আজ অসম পুলিশ সেবা portal বোতাম টিপে উন্মোচন করেন অমিত শাহ। এখন থেকে পুলিশ থানায় না গিয়েও সেবা portal এফ আই আর করা যাবে. ।সিনিয়র বিশিষ্ট ব্যক্তিদের নাম ঠিকানা রেকর্ড রাখবে পুলিশ। অমিত জি আজ স্বাধীনতা সংগ্রামী রস বিহারী বসুর জন্ম দিন স্মরণ করেন।বলেন এই ইউনিভার্সিটি দক্ষিণ পূর্ব এশিয়া উপকৃত হবে। সাইবার ক্রাইম হ্রাস পাবে।সরকার 50 হেক্টর জমি দান করেছেন। নতুন করে চাকরি পাওয়া সফল ব্যক্তিরা 1 জুন জয়েন করবে। প্রত্যেক সফল ব্যক্তিদের নাম মোবাইলে বাড়িতে পাঠানো হয়েছিল. ইন্টারভিউ র ফলাফল দেখে গ্রামে অসমের মানুষ আজ গুয়াহাটি উপস্থিত হোন.একজন কেউ ঘুষ দিতে হইনি.।প্রধানমন্ত্রী ভিডিও ভাষণে অসম বাসিন্দা, সফল পার্থি আর মুখ্যমন্ত্রী কে শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাজনৈতিক নির্বাচনী ভাষণের মত ভাষণ দেন। মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর সাহস স্বরাষ্ট্রমন্ত্রী র প্রেরণা র ফলে তারা সফল হয়েছে. ভারতের পাঁচ রাজ্যের মধ্যে স্থান পাবে। দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে উঠবে।অমিত শাহ বলেন মা kamkhya আশীর্বাদ পেয়ে সবাই চাকরি পান। প্রথমে মৌসুমী দাস সহ 15 জন্যে নিয়োগ পত্র দেওয়া হয়।বাকিদের নাম ওয়েব সাইট বা টি ভি তে প্রকাশ করা হবে।আজকের সফল অনুষ্ঠানে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী sonoyal এর জন্যে এক চেয়ার রাখা হতো তবে সৌজন্য বজায় থাকতো বলে অনেকের অভিমত।
কোন মন্তব্য নেই