মুখ্যমন্ত্রীকে খালিস্থানীদের হত্যার হুমকির নিন্দা জানালো খালিস্থানী সংগঠন
নয়া ঠাহর,গুয়াহাটি:আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে খালিস্থানী জঙ্গি সংগঠন হত্যার হুমকি দিয়েছে। তার জবাব দিল আলফা সংবাদ পত্র কে নিন্দা জানিয়ে আলফা কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া এই হুমকিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন । এদিকে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ষড়যন্ত্র করার অপরাধে ইন্ডিয়ান মুজাহিদিন সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকল ও অন্য ১১টি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ভারত সরকার অভিযোগ চার্জ সীট তৈরির নির্দেশ দিয়েছেন।








কোন মন্তব্য নেই