Header Ads

হোজাইতে স্থাপন হবে জননেতা সাধন রঞ্জন সরকারের প্রতিমূর্তিনয়া ঠাহর প্রতিবেদন, ১৬মার্চ : অসম মন্ত্রীসভার ইতিহাসে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে সর্বপ্রথম ভাষীক-সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জীর এককালের সহপাঠী তথা হোজাইর প্রাক্তন বিধায়ক-মন্ত্রী, প্রয়াত জননেতা সাধন রঞ্জন সরকারের নি:স্বার্থ জনসেবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তার অমুল্য স্মৃতিকে সজীব রাখতে হোজাইর সচেতন নাগরিকরা গতকাল রবিবার এক "নাগরিক সভা"র আয়োজন করেন ৷ হোজাই দেশবন্ধু বিদ্যাপীঠের স্বর্ণ জয়ন্তী ভবনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষাবিদ প্রমোদ রঞ্জন দাস ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত সাধন রঞ্জন সরকারের একান্ত ঘনিষ্ঠ সহযোগী হোসেন আহমেদ বলেন সাধন বাবু ছিলেন এমনই এক জননেতা যার কাছে জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ ছিল না ৷ তিনি ছিলেন সত্যিকারের অর্থে জনদরদী নেতা ৷ যা আজকের দিনে বিরল ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে হোজাইর সু-সন্তান তথা উত্তর পূর্বের একমাত্র স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় মহাপুরুষ শংকরদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিট্রার ড: সুজিত বর্ধন প্রয়াত জননেতা সাধন রঞ্জন সরকারকে বৃহত্তর হোজাইর রূপকার হিসেবে আখ্যায়িত করে হোজাইর সমাজে সাধন রঞ্জন সরকারের প্রাসঙ্গিকতা কোনোদিনই হারিয়ে যাবে না বলে উল্লেখ করার পাশাপাশি হোজাইর সর্বাঙ্গীন উন্নয়নে প্রয়াত জননেতার অবদানের কথা বলেন ৷ ড:বর্ধন ওনাদের পরিবারের সাথে প্রয়াত জননেতার পরিবারের আত্মিক সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগিক হয়ে যান ৷ সাধন রঞ্জন সরকারের স্মৃতি রক্ষার্থে তিনি সর্বতোভাবে এগিয়ে আসবেন বলে মন্তব্য করেন ৷ সভার উদ্দেশ্য ব্যাখা করতে গিয়ে বিশিষ্ট সমাজ্সেবী জয়ন্ত দাস সাধন রঞ্জন সরকারের বিভিন্ন গুনরাজির কথা উল্লেখ করেন ৷ সভায় কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক দিলীপ বর্ধন (হারু) বলেন, সাধন বাবু ছিলেন এমনই একজন জনদরদী নেতা যার কাছে বৃহত্তর হোজাইর সর্বাঙ্গীন উন্নয়নই ছিল একমাত্র উদ্দেশ্য ৷ সাধন বাবুর মত একজন জনদরদী নেতা আজকের সমাজে বিরল বলে উল্লেখ করে সাধন বাবু হোজাইবাসীর হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেন ৷ সভায় বিশিষ্ট শিক্ষাবিদ তথা রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক কমল দত্ত, সমাজসেবী তথা ওয়ার্ড কমিশনার বিশ্বজীত ঘোষ , অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রাণকৃষ কর,বিশিষ্ট সমাজকর্মী নেওয়াজ আহমেদ, নুর আহমেদ, সহ সভায় উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রয়াত সাধন রঞ্জন সরকারের জনদরদী ব্যক্তিত্বের উপর বিশেষভাবে আলোকপাত করেন ৷ সভায় প্রয়াত জননেতা-প্রাক্তন মন্ত্রী সাধন রঞ্জন সরকারের একটি পুর্ণবায়ব ব্রোঞ্জের মূর্তি হোজাই শহরে স্থাপিত করা সহ সাধন রঞ্জন সরকারের জীবন গাথা সম্বলিত একটি "স্মরনীকা"প্রকাশ করার পাশাপাশি প্রতি বছর 'সাধন রঞ্জন সরকার ' স্মারক বক্তৃতা রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয় ৷ বিশিষ্ট শিক্ষাবিদ প্রমোদ রঞ্জন দাসকে সভাপতি এবং ড: সুজিত বর্ধনকে সাধারন সম্পাদক হিসেবে মনোনীত করে একটি সর্ব্সন্মত সমিতিও গঠন করা হয় ৷ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৃহত্তর হোজাইর সর্বাঙ্গীন উন্নয়নের রূপকার প্রয়াত সাধন রঞ্জন সরকারের পরিবার বর্তমানে প্রবল আর্থিক অনটনে ও বিপদে দিন যাপন করছেন ৷ প্রসঙ্গত উল্লেখ্য, হোজাইয়ের ইতিহাসে এই প্রথমবারের মত কোন জননেতার পুর্নবায়ব ব্রোঞ্জের প্রতিমূর্তি স্থাপন হতে চলেছে ৷ যা হোজাইর সচেতন মহলে উচ্চ প্রশংসিত হয়েছে ৷

হোজাইতে স্থাপন হবে জননেতা সাধন রঞ্জন সরকারের প্রতিমূর্তি

নয়া ঠাহর প্রতিবেদন, ১৬মার্চ  : অসম মন্ত্রীসভার ইতিহাসে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে সর্বপ্রথম ভাষীক-সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জীর এককালের সহপাঠী তথা হোজাইর প্রাক্তন বিধায়ক-মন্ত্রী, প্রয়াত জননেতা সাধন রঞ্জন সরকারের নি:স্বার্থ জনসেবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তার অমুল্য স্মৃতিকে সজীব রাখতে হোজাইর সচেতন নাগরিকরা গতকাল রবিবার এক "নাগরিক সভা"র আয়োজন করেন ৷ হোজাই দেশবন্ধু বিদ্যাপীঠের স্বর্ণ জয়ন্তী ভবনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষাবিদ প্রমোদ রঞ্জন দাস ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত সাধন রঞ্জন সরকারের একান্ত ঘনিষ্ঠ সহযোগী হোসেন আহমেদ বলেন সাধন বাবু ছিলেন এমনই এক জননেতা যার কাছে জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ ছিল না ৷ তিনি ছিলেন সত্যিকারের অর্থে জনদরদী নেতা ৷ যা আজকের দিনে বিরল ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে হোজাইর সু-সন্তান তথা উত্তর পূর্বের একমাত্র স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় মহাপুরুষ শংকরদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিট্রার ড: সুজিত বর্ধন প্রয়াত জননেতা সাধন রঞ্জন সরকারকে বৃহত্তর হোজাইর রূপকার হিসেবে আখ্যায়িত করে হোজাইর সমাজে সাধন রঞ্জন সরকারের প্রাসঙ্গিকতা কোনোদিনই হারিয়ে যাবে না বলে উল্লেখ করার পাশাপাশি হোজাইর সর্বাঙ্গীন উন্নয়নে প্রয়াত জননেতার অবদানের কথা বলেন ৷ ড:বর্ধন ওনাদের পরিবারের সাথে প্রয়াত জননেতার পরিবারের আত্মিক সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগিক হয়ে যান ৷ সাধন রঞ্জন সরকারের স্মৃতি রক্ষার্থে তিনি  সর্বতোভাবে এগিয়ে আসবেন বলে মন্তব্য করেন ৷ সভার উদ্দেশ্য ব্যাখা করতে গিয়ে বিশিষ্ট সমাজ্সেবী জয়ন্ত দাস সাধন রঞ্জন সরকারের বিভিন্ন গুনরাজির কথা উল্লেখ করেন ৷ সভায় কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক দিলীপ বর্ধন (হারু) বলেন, সাধন বাবু ছিলেন এমনই একজন জনদরদী নেতা যার কাছে বৃহত্তর হোজাইর সর্বাঙ্গীন উন্নয়নই ছিল একমাত্র উদ্দেশ্য ৷ সাধন বাবুর মত একজন জনদরদী নেতা আজকের সমাজে বিরল বলে উল্লেখ করে সাধন বাবু হোজাইবাসীর হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেন ৷ সভায় বিশিষ্ট শিক্ষাবিদ তথা রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক কমল দত্ত, সমাজসেবী তথা ওয়ার্ড কমিশনার বিশ্বজীত ঘোষ , অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রাণকৃষ কর,বিশিষ্ট সমাজকর্মী নেওয়াজ আহমেদ, নুর আহমেদ, সহ সভায় উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রয়াত সাধন রঞ্জন সরকারের জনদরদী ব্যক্তিত্বের উপর বিশেষভাবে আলোকপাত করেন ৷ সভায় প্রয়াত জননেতা-প্রাক্তন মন্ত্রী সাধন রঞ্জন সরকারের একটি পুর্ণবায়ব ব্রোঞ্জের মূর্তি হোজাই শহরে স্থাপিত করা সহ সাধন রঞ্জন সরকারের জীবন গাথা সম্বলিত একটি "স্মরনীকা"প্রকাশ করার পাশাপাশি প্রতি বছর 'সাধন রঞ্জন সরকার ' স্মারক বক্তৃতা রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয় ৷ বিশিষ্ট শিক্ষাবিদ প্রমোদ রঞ্জন দাসকে সভাপতি এবং ড: সুজিত বর্ধনকে সাধারন সম্পাদক হিসেবে মনোনীত করে একটি সর্ব্সন্মত সমিতিও গঠন করা হয় ৷ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৃহত্তর হোজাইর সর্বাঙ্গীন উন্নয়নের রূপকার প্রয়াত সাধন রঞ্জন সরকারের পরিবার বর্তমানে প্রবল আর্থিক অনটনে ও বিপদে দিন যাপন করছেন ৷ প্রসঙ্গত উল্লেখ্য, হোজাইয়ের ইতিহাসে এই প্রথমবারের মত কোন জননেতার পুর্নবায়ব ব্রোঞ্জের প্রতিমূর্তি স্থাপন হতে চলেছে ৷ যা হোজাইর সচেতন মহলে উচ্চ প্রশংসিত হয়েছে ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.