আদানি ,রাহুল ইস্যুতে সংসদ অচল
নয়া ঠাহর,জয়পুর: দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি র সম্পত্তি কয়েকশো গুন বেড়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থন আছে আদানির প্রতি এই অভিযোগ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদ অচল করেন।এবং লন্ডনে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারতে গনতন্ত্র নেই বলে আপত্তিকর মন্তব্য করেন। কংগ্রেস দাবি করে ক্ষমা না চাইলে তাকে সংসদে বসতে দেওয়া হবে না ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া যাবে না।এদিকে দিল্লী মুখ্য মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন কেন্দ্র তাদের বাজেট পেশ করতে দেওয়া হচ্ছে না। এই সব ইস্যুতে সংসদ অচল হয়ে পড়ে। কংগ্রেস সংসদ ভবনের উপরতলায় গিয়ে প্রতিবাদ করেন। পশ্চিমবঙ্গের মুখযমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় এই ঘোলা জলে মাছ ধরতে চাইছেন দিল্লী তে অনশন ধর্মঘট করবেন বলে ঘোষণা করেছেন।সংসদের অচলাবস্থা চলছেই।
কোন মন্তব্য নেই