Header Ads

বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকার বার্থ

 অমল  গুপ্ত জয়পুর,(  রাজস্থান )গুয়াহাটি:   আজ  দেশের  অন্যতম  দূষিত  নগর ,বিশ্বে পরিবেশ   , দ্রুত পরিবর্তন হচ্ছে  দূষণের  মাত্রা ক্রমেই  বাড়ছে. ভারতে    আকাশ  বাতাসে  সূক্ষ্ম   ধুলো  কোনা   ভাসছে যা মানুষের   শরীরের  পক্ষে  অসহনীয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার  নির্ধারিত    সহনশীল  সীমার  কয়েক গুণ  বেশী।এর  সীমা হোল প্রতি ঘন মিটারে 2,25 মাইক্রো গ্রাম  সূক্ষ্ম কণা  . বিশ্বে  50 টি   এর শহরের  মধ্যে ।। ভারতের  30 শহর দূষিত  ।রাজস্থানের   এক  শহরের  বায়ু দূষণের  মাত্রা 53,3 মাইক্রো গ্রাম  সব রেকর্ড  ছাড়িয়ে গেছে. ।এর প্রধান কারণ  লাখ লক্ষ  যানবাহন  ব্যাপক  কার্বন  বিষ   বাতাসে  মিশে  যাচ্ছে।  ফ্যাক্টরি     নর্দমা র  নোংরা  জল  নদী গুলিতে  মিলছে     জমির    ধানের গোরা   পুড়িয়ে  দেওয়া  ইত্যাদি  কারনে   বায়ু  দূষণ  ছাড়াও  কয়লা  খনি    খনি  অঞ্চলে  দূষণের  মাত্রা লাগাম ছাড়া. ।অসমের  রাজধানী  গুয়াহাটি   ছাড়া 6 টি  শহরের   দূষণের  মাত্রা  নিয়ন্ত্রণের  বাইরে. । ব্যাপক হারে  সবুজ ধংস, পাহাড়ে  মাটি কাটা    নদীর  বলি পাথর  তোলা   এই সব কিছু  বায়ু দূষণের  অন্যতম কারণ। আকাশ  বাতাস  দূষিত হচ্ছে  মানুষের  শ্বাসকষ্ট  বাড়ছে  
 বিশুদ্ধ  বাতাসের   অভাব।গাছ পালা  নেই    নাড়া  পাহাড়  ।সব কিছুর জন্যে মানুষ  দায়ী. ।সরকারের  নির্দেশ  কে কেউ      পাত্তাই  দেই না।    আজ  রাজস্থানের  রাজধানী নগর  জয়পুর  এর বিভিন্ন  রাস্তা ঘুরে  দেখলাম  সব দিকেই  রাস্তা বন্ধ  ব্যাপক  যানজট    সেই সঙ্গে ব্যাপক  কার্বন  দূষণ  লাখ লাখ  যানবাহন   কোনো নিয়ন্ত্রণ নেই. ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.