২,২৭৮ জনস্বামীকে গ্রেফতার করা হয়েছে
নয়া ঠাহর ,নিউ দিল্লি'অসমে শিশু বিবাহে অভিযুক্ত এপর্যন্ত ২২৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। চার হাজারের বেশি স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে অসমে ল এন্ড অর্ডার এর আই জি পি প্রশান্ত কুমার ভূইঞা সংবাদ পত্র কে জানিয়েছেম। সাময়িক ভাবে গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্প আর শিলচর স্টেডিয়াম কে অস্থায়ী জেল হিসাবে রাখার ব্যবস্থা হয়েছে। ১৪বছরের নীচে শিশুদের যারা বিয়ে করেছে তাদের বিরুদ্ধে পসকো আইন রজু করে জেল জরিমানার ব্যাবস্থা করা হয়েছে।গ্রেফতার হওয়া স্বামীদের পত্নী রা শিশু সন্তানদের সঙ্গে নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। তাদের ভরণ পোষণ কি সরকার দেবে?এই প্রশ্ন উঠেছে। টাইমস অফ ইন্ডিয়ার মত আজকের সংবাদ পত্রে সম্পাদকীয়তে অসমের স্বামীদের গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলেছে।শেষ পর্যন্ত ঘটনার পরিণতি কি হবে?
কোন মন্তব্য নেই