এবার বিবিসি-টু র তথ্য চিত্র "দি মোদি কোশ্চেন "নিয়ে রাজনীতি উত্তাল
নয়া ঠাহর ,গুয়াহাটি:কাশ্মীর ডায়েরি র মত বিবিসি টুর নির্মাণ করা দি মোদি কোশ্চেন নিয়ে রাজনীতি উত্তপ্ত বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দ্রম বাগচী বলেন ছবিটি ভারতে নির্মিত হয় নি। বলেছেন ব্যক্তি কেন্দ্রিক ছবি। সমালোচনার উর্ধ্বে নয়।ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও ছবিটির সমালোচনা করেছেন।
কোন মন্তব্য নেই