Header Ads

অবিভাজিত ভারতের প্রধান মন্ত্রী নেতাজী সুভাষ চন্দ্র বসু র ১২৭তম জন্ম দিন দেশ জুড়ে উদযাপন

অমল গুপ্ত,  গুয়াহাটি:  স্বাধীন ভারতে প্রধান মন্ত্রী হিসাবে বসার সৌভাগ্য হয় নি নেতাজির।দেশকে স্বাধীনতার  দৌড় গোড়ায়  পৌছিয়ে দিয়ে ছিলেন নেতাজী সুভাষ।  নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর থেকে  নেতাজী বল্লভ ভাই পাটেল সহ স্বাধীনতা সংগ্রামীদের উত্তরাধিকার বানানোর তোর জোর চলছে। নেহেরু গান্ধীর অবদান কে দূরে সরিয়ে রাখা হচ্ছে। আর এস এস প্রধান মোহন ভাগবত আজ ২৩ জানুয়ারি কলকাতায় নেতাজী জয়ন্তী পালন করছে। তার আগে নেতাজী কন্যা অনিতা বসু পাফ এক টেলিফোন সাক্ষাৎকারে পি টি আই কে জানান নেতাজির  ধর্মনিরপেক্ষতা আর হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষ কে  সম্মান জানানো র সঙ্গে বিজেপি - আর এস এসের মতাদর্শের কোনো  মিল নেই।বলেছেন নেতাজির  উল্টো পথে চলছে সংঘ পরিবার। নেতাজী কন্যা বাবার স্মৃতিচারণ করে বলেছেন নেতাজির মতাদর্শের সঙ্গে কংগ্রেস মিল ছিল।১৯৩১সালের ২৬জানুয়ারি থেকে নেতাজী স্বাধীনতা দিবস পালন করে এসেছেন।  নেতাজির প্রশ্ন ছিল অহিংসার পথে স্বাধীনতা না এলে তিনি কি করবেন গান্ধীজি জবাব দিয়েছিলেন অহিংসার পথে  চরকায় সুতো কাটতে স্বাধীনতা আসবে। নেতাজী  চিত্ত রঞ্জন দাসকে চিঠি লিখলেন আমাকে চেনেন না আমি আই সি এস পাশ করেছি কিন্তু  উচ্চ বেতনে শাসক গোষ্ঠীর অজ্ঞানুবর্ত্তি হয়ে জীবন যাপন আমার রুচিতে বাঁধে।আমার বিবেক বিরুদ্ধ।এই হচ্ছে আমাদের আবেগ আমাদের ভালোবাসা নেতাজী ।জন্মদিন এলেই  রাজনীতি শুরু হয়।নেতাজির নামে বিক্রি বাটা শুরু হয় তাকে বিক্রি করে রাজনৌতিক মুনাফা অর্জনে সব রাজনৈতিক দল জোর কদমে মাঠে নামে। বড় লজ্জা বড় পরিতাপের বিষয় নেতাজী র জন্মদিন আজও জাতীয়  ছুটি বা জাতীয় দেশপ্রেমিক হিসাবে ঘোষণা করা হলনা।  আজ দেশ জুড়ে নেতাজির বড় বড় ছবি ,নেতাদের   ভাষণের ফুল ঝুড়ি ছুটবে। আগামী কাল সবকিছু ধুয়ে মুছে ডাস্টবিনে ফেলে দেবে।সব তাকে তুলে রাখা হবে আগামী বছর ধুলো বালি সাফ করে নেতাজির ছবি অবহেলিত কুলুঙ্গি থেকে বার করে সাজানো হবে।নীতিহীন চরিত্রহীন মূল্যবোধহীন  মেরুদন্ড  দুর্বল বাঙালি দের      শির দাঁড়া দুর্বল হয়ে গেছে।  নেতাজিকে আজ ২৩জানুয়ারি  শুধুই  দুটি শুকনো বাসি  মালা পরে  দাঁড়িয়ে  থাকতে হবে।কড়া রোদেও কোনও বাঙালি এক গ্লাস ঠান্ডা জল প্রাণের দেবতার  দিকে এগিয় দেবে না।  বাঙালি বলে জাতি তা অবক্ষয়ের চূড়ান্ত খাদের কিনারে পৌছিয়ে গেছে এই জাতিকে বাঁচাতে আর কোনো নেতাজির জন্ম হবে না।এই জাতিকে দেখতে মিউজিয়ামে যেতে হবে সেখানে লেখা থাকবে বাঙালি বলে এক  জাত ছিল সোনালী ইতিহাস ছিল, তাদের  শত্রু শুধুই বাঙালী, নিজেদের মধ্যে কাজিয়া করতে আর রাজনীতি করতে গিয়ে চিরতরে হারিয়ে গেল।পারো তো এক ফোটা  চোখের জল ফেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.