সত্ৰ র প্রতিবেদন গ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন ৩০০ সত্ৰ র ৭৫০০ বিঘা জমি বেদখল
নয়া ঠাহর,গুয়াহাটি:রাজ্যের সত্ৰ র জমি অধিগ্রহন এই সম্পর্কে নানা সমস্যা নিয়ে গঠিত কমিটির অর্ন্তবর্তী প্রতিবেদন আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন। তিনি পয্যালোচনা করে এই প্রতিবেদন ব্যাপারে সরকারি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।বলেন ৩০০সত্ৰৰ ৭৫০০বিঘা জমি বেদখলকারীদের কবলে পড়েছে। এর আগে বিধায়ক প্রদীপ হাজারিকা কে চেয়ারম্যান করে কমিটি গঠন করা হয়েছে।
কোন মন্তব্য নেই