Header Ads

দিসপুরের চরম বঞ্চনার প্রতিবাদে বরাক বন্ধ প্রায় ১০০শতাংশ সফল

নয়া ঠাহর,শিলচর:  মেঘালয়ে বাঙালি  নির্য্যাতন ও দিসপুরের বঞ্চনা র প্রতিবাদে  বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের  ডাকা  বরাক বন্ধ  ১০০শতাংশ সফল বলা যেতে পারে। একটি দল সংগঠন বিরোধিতায় পথে নামেনি। কেও পিকেটিং করেনি।সরকারি অফিসে আদালতে নামমাত্র   নগন্য হাজিরা।এই বন্ধের প্রতি  আম আদমি পার্টি ,তৃণমূল,  সিপিএম ,কংগ্রেস সহ অধিকাংশ দল সংগঠন  শাসক দল বিজেপি সরকারের বিরুদ্ধে এককাট্টা ভাবে দাঁড়িয়ে  দিসপুর কে কড়া বার্তা দিল। বরাকের তিন জেলার ৪০লক্ষ হিন্দু মুসলিম বাংলাভাষী মানুষকে আর অবহেলা করা  যাবেনা। বিপিএফের প্রধান প্রদীপ দত্ত রায় এই স্বতঃ ফুর্ত বন্ধে বরাক বাসীর  সমর্থনের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন  এক বিশিষ্ট সাংবাদিক জানালেন এই  বন্ধ  জনসাধণের জয়
 বরাকের মানুষ দেখছে বিজেপি   রাজত্বে  মানুষের ন্যূনতম সমস্যা সমাধান হয় নি।   বাংলা ভাষার মর্য্যাদা রক্ষা করা হয় নি। বাংলাভাষায় কথা বললে   ব্রাহ্মপুত্র উপত্যাকা তে বাংলা সাইন বোর্ড  আলকাতরা দিয়ে মুছে ফেলা হচ্ছে।নিলডাউন করে  শাস্তি দেওয়া হচ্ছে।  বাংলা ভাষার শহীদ দের আজও মর্য্যাদা দেওয়া হল না।
 বরাকের বিজেপি সদস্যরা বিধানসভা তে চুপ করে বসে থাকেন। উত্তর বঙ্গকে  কেন্দ্র  শাসিত রাজ্য গড়ার সব পক্রিয়া শুরু হয়ে গেছে।বরাকের তিন জেলা থেকেও এই দাবি উঠছে। বঞ্চনার মাত্রা বাড়লে পৃথক বরাকের দাবি জোরদার  হবে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.