Header Ads

বরাকের ভরাখাই হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মেঘনারায়ণ গোয়ালা প্রয়াত

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর - বিগত সোমবার ২৮ নভেম্বর বিকাল ৭ ঘটিকার সময় এক প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন ভরাখাই হাই স্কুলের প্রাক্তন জনপ্রিয় শিক্ষক মেঘনারায়ণ গোয়ালা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। উনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো ফকিরটিলা এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। অসংখ্য গুণোমুগ্ধ প্রয়াতের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াত মেঘনারায়ণ গোয়ালা এক আদর্শবান শিক্ষক ছিলেন। শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে জয়লাভ করে সুনামের সহিত সমাজসেবার কাজ করে গেছেন। তিনি ভারত সরকারের ভারী উদ্যোগ মন্ত্রণালয়ের হিন্দি পরামর্শদাতা সমিতির সদস্যও ছিলেন। প্রয়াত গোয়ালা মৃত্যুকালে রেখে গেছেন তিন পুত্র ও চার কন্যা ও তিন পুত্রবধূ সহ নাতি-নাতনি। শিক্ষক গোয়ালার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন দিল্লির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক রত্নজ্যোতি দত্ত, রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, সুপ্রিম কোর্টের আইনজীবী ধ্রুবেন্দুশেখর ভট্টাচার্য্য, সমাজসেবী আশীষ হালদার ও অসম বিশ্ববিদ্যালয়ের কর্মী চন্দ্রাজিৎ নুনিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.