Header Ads

না খেতে পেয়ে প্রতি চার সেকেন্ডে এক জনের মৃত্যু এই বিশ্বে

নয়া ঠাহর, কলকাতা:  এই বিশ্বে প্রতি চার সেকেন্ডে এক জনের মৃত্যু হচ্ছে।গত  মঙ্গলবার নিউইয়র্ক  রাষ্ট্রপুঞ্জের ৭৭তম সাধারণ সভায় দুশোর বেশি এন জি ও এক খোলা চিঠিতে সব দেশ কে এক জোট ভাবে এই সমস্যা প্রতিকারের ডাক দিয়েছে। এই    সময় বিশ্বের ৩৪ কোটি ৫লাখ মানুষ অভুক্ত অবস্থা তে মারা  যাচ্ছে। খাদের  কিনারায় আছে আরও ৪৫টি দেশের ৫কোটি  স
বাসিন্দা।   করোনা  সংক্রমণ , সম্পদের অসম বন্টন,সামাজিক  বঞ্চনা, সরকারি নীতি, আর্থিক   দুরবস্থা   জলবায়ু  , মূল্য  বৃদ্ধি ,প্রভৃতি কারণ। আফ্রিকা মহাদেশ  সব চেয়ে বেশি খাদ্য  সংকট।অপরদিকে ভারতে এই সংকটের মধ্যে একাংশ র হাতে অঢেল টাকা  সব  সম্পদ পুঞ্জীভূত হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.